নড়াইল জেলা প্রতিনিধিঃ করোনাকালে ভালো নেই নড়াইলের পালপাড়ার মৃৎশিল্পীরা। বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তির মেলা ঘিরে তাঁরা যে আয় করেন, তা দিয়ে চলেন সারা বছর। এবার সেটাই হয়নি। এখনো তাঁদের কোনো উপার্জন নেই। তাই অর্থ সংকটে তাঁদের পথে বসার উপক্রম হয়েছে। দিন কাটছে খেয়ে না-খেয়ে। জেলা সদরের শাহাবাদ ইউনিয়নের আতশপাড়া গ্রামের রমেন চন্দ্র পাল বলেন, ‘প্রায় পাঁচ মাস ধরে লকডাউনে ব্যবসা-বাণিজ্য বন্ধ। অনাহারে-অর্ধাহারে চলছে আমাদের জীবন।’সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ সম্প্রদায়ের লোকজন বেঁচে থাকেন বাংলা নববর্ষকে ঘিরে। পয়লা বৈশাখের দিন থেকে পুরো বৈশাখজুড়েই দেশের বিভিন্ন স্থানের মতো এ জেলায়ও মাসব্যাপী বৈশাখী মেলা হয়ে থাকে। কিন্তু হঠাৎ করে কোভিড-১৯ মহামারি তাঁদের জন্য বিপর্যয় নিয়ে এসেছে। করোনার কড়াকড়ির মধ্যে পেরিয়ে গেছে বৈশাখী উৎসব। আগে থেকে বায়না করে রাখা স্থানীয় ব্যবসায়ীরা শেষ মুহূর্তে ফরমাশ বাতিল করেছেন। ফলে মাটির তৈরি জিনিসপত্র নিয়ে বিপাকে পড়েছেন কুমাররা। রতডাঙ্গা গ্রামের মৃৎশিল্পী শঙ্কর চন্দ্র পাল বলেন, ‘করোনা পরিস্থিতিতে হাটবাজারসহ সব ধরনের যাতায়াত বন্ধ থাকায় কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন চলছে। বৈশাখের রোজগার করা টাকা দিয়ে বছরের বাকি ১১ মাস সংসার চলে। বৈশাখকে ঘিরে এখনো টিকে আছে পালপাড়ার কুমাররা। লকডাউনের কারণে চরম সমস্যায় পড়েছি আমরা। শঙ্কর চন্দ্র পাল আরও বলেন, বৈশাখে মাটির পুতুল, হাতি, ঘোড়া, গণেশের মূর্তি, পান্তা-ইলিশ খেতে মাটির থালার বিকল্প নেই। মাটির তৈরি হাজার হাজার তৈজসপত্র রয়েছে কারখানায়। মাটির থালাও রয়েছে প্রচুর। ফলে এই সম্প্রদায়ের মানুষের রুজিরোজগার প্রায় বন্ধের পথে। জেলার কালিয়া উপজেলার কুলশুর পালপাড়া গ্রামের করুণা কান্ত পাল বলেন, ‘মাটি কিনে এনে ওই সব জিনিস বানাতে হয়। এবার মাটি কিনে হাঁড়ি, পাতিল, পেয়ালা, ফুলদানি তৈরি করা হলেও তা বিক্রি হয়নি। এ কারণে করোনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়ে গেল। এ অবস্থায় এখানকার প্রায় ২০০ পরিবার চরম বিপাকে পড়েছে। তাই সরকারি প্রণোদনার দাবি জানাই। নড়াইল সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রতন হালদার বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে তাঁরা (মৃৎশিল্পী) ব্যাপক অবদান রাখেন। সরকারিভাবে তাঁদের সহযোগিতার অনেক সুযোগ আছে। তবে এ সংগঠিত হয়ে সমিতির মাধ্যমে আসতে হবে। তাহলে তাঁদের জন্য আর্থিক সুবিধা দেওয়া যেতে পারে।
শ্যামনগরে জোরপূর্বক ছিনিয়ে নিল স্বর্ণের চেইন ও কানের দুল
শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে জোর পূর্বক ছিনিয়ে নিল স্বর্ণের চেইন ও কানের দুল। এ ঘটনায় শ্যামনগর থানায় এজাহার দাখিল...
খুলনা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণায় কয়রা উপজেলা বিএনপির আনন্দ মিছিল
কয়রা উপজেলা প্রতিনিধি, এম কোহিনূর আলম : খুলনা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা প্রায় তিন মাস পর খুলনা জেলা বিএনপির কমিটি ঘোষণা...
অভয়নগরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট নাউলিকে হারিয়ে ধলিরগাতি বিজয়ী
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে আট দলীয় ফুটবল টুনর্নামেন্টের সেমিফাইনালে নাউলিকে হারিয়ে ধলিরগাতি বিজয়ী হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ি সরকারি প্রাথমিক...
কেশবপুরে বিজয় দিবস উপলক্ষে চারুপীঠের চিত্রাংকন উৎসব
কেশবপুর ব্যুরো: কেশবপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চারুপীঠ একাডেমির উদ্যোগে শহরের কেশবপুর পাইলট মাধ্যমিক...
ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৪জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার হরিশপুর গ্রামের...