স্টাফ রিপোর্টার : যশোর ৩ সদর আসনের মাননীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বাপুফে নির্বাচনে টানা চতুর্থবারের মতো সহ সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে নির্বাচনী এলাকা যশোর সদরের মানুষ। দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ মর্যাদাশীল বাফুফে’র কমিটিতে টানা চতুর্থবারের মতো সহ সভাপতি নির্বাচিত হয়ে কাজী নাবিল আহমেদ তার নির্বাচনী এলাকার মানুষের মনের আশা পূরণ করেছেন। একই সাথে এলাকা বাসীর প্রত্যাশা যশোরের ক্রীড়াঙ্গন বিশেষ করে ফুটবলের শ্রীৃবৃদ্ধিতে কাজী নাবিল আহমেদ একই সাথে এমপি ও বাফুফের সহসভাপতি হিসেবে বিশেষ ভুমিকা পালন করবেন। এদিকে কাজী নাবিল আহমেদ এমপি নির্বাচিত হওয়ায় যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীব মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, ডিস্ট্রিক ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক আরেফিন, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জুয়েল, উপদেষ্টা নাজিউর রহমান জিতু, সহ সভাপতি মাসুদ আলুম সাগর, রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন মিলন, জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শান্তি, দপ্তর সম্পাদক মোতালেব হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সাধারণ সম্পাদিকা আকলিমা খাতুন লাকি, হাসপাতাল রোগী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আজহার হোসেন স্বপন, জেলা স্বেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মিলনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ কাজী নাবিল আহমেদ দেশের ফুটবলের সঙ্গে সরাসরি ১৬ বছর ধরে সম্পৃক্ত। তিনি দেশের অন্যতম জনপ্রিয় কাব আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ হিসেবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বিগত তিনটি কমিটিতে তিনি নির্বাচিত সহসভাপতি ছিলেন। টানা চতুর্থবারের মতো কাজী মো. সালাউদ্দিনের প্যানেল থেকে আবারও সহসভাপতি নির্বাচিত হলেন যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ । তিনি পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৮১ ভোট। শনিবার ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। সহসভাপতি পদে জেতা কাজী নাবিল আহমেদ আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। বাফুফেতে ফুটবল উন্নয়নে কাজ করে গেছেন। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি সবার কাছেই ছিল গ্রহণযোগ্য। এবারও ভোটাররা তাকে নিরাশ করেননি। ঠিকই তাদের যোগ্য প্রার্থী খুঁজে নিয়েছেন। নির্বাচিত হওয়ার আগে তিনি ছিলেন জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান। জাতীয় দলের দেখভাল ছিল তার অধীনে। সেটা তিনি সুচারুভাবে করে গেছেন। তার তত্ত্বাবধানে জাতীয় দল এখন একটা পর্যায়ে আছে। তারই ধারাবাহিকতায় বিশ্বকাপ বাছাই পর্বে কলকাতায় ভারতের বিপে জিততে জিততে ড্র করেছে জামাল ভূঁইয়ারা। এছাড়া কাতারের বিপে ২-০ গোলে হারলেও ইতিবাচক পারফরম্যান্স ছিল। দুই বছর আগে এশিয়ান গেমসে জামালরা প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে গিয়ে ইতিহাসই সৃষ্টি করেছিল। এবারও নির্বাচিত হলে জাতীয় দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার ঘোষণা এসেছিল তার কণ্ঠ থেকে। এরই মধ্যে ইংলিশ কোচ জেমি ডের সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন হয়েছে। করোনার কারণে এখন খেলা নেই। তবে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা আছে, যাতে করে বাংলাদেশ দলের ফিফা র্যাঙ্কিংয়ের উন্নতি হয়। আগামী চার বছরের মধ্যে এই র্যাঙ্কিং ১৫০ থেকে ১৬০ এ নেওয়ার ল্য তার। টানা চতুর্থবার সহসভাপতি হয়ে কাজী নাবিল এখন তার প্রতিশ্রুতি পূরণের দিকে হাঁটবেন, এটাই সবার প্রত্যাশা। চার সহ-সভাপতির বাকি পদে আরও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন−ইমরুল হাসান; তিনি সর্বোচ্চ ৮৯ ভোট পেয়েছেন। তৃতীয়জন হলেন আতাউর মানিক; তিনি পেয়েছেন ৭৫ ভোট। তবে চতুর্থ পদটির জন্য গতবারের সহ-সভাপতি তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ সমান ৬৫ ভোট পাওয়ায় এই পদের জন্য ভোটাভুটি আবার অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর। এদিকে যশোরের সন্তান ও সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ টানা চতুর্থবারের মতো বাফুফের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় আশার আলো দেখছেন যশোরের পুটবল প্রেমীরা। তাদের বিশ^াস যশোরে ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজী নাবিল আহমেদ বাফুফের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করে যশোরের ক্রীড়াঙ্গনকে নতুন ভাবে সাজাবেন। বিশেষ করে তরুণ ফুটবলারদের জন্য তিনি যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যানারে একটি উন্নতমানের ফুটবল প্রশিক্ষন একাডেমী তৈরীসহ নানা উদ্যোগ গ্রহণ করবেন।














