চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা উপজেলার কৃষি অফিসারের সাথে স্থানীয় সার ডিলারদের সম্পর্ক চরমে উঠেছে। কৃষি অফিসারের কর্মকান্ডে ক্ষুব্দ ব্যবসায়ীরা। তারা বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোন ফল পাইনি। সর্বশেষ চলতি মাসের ৩ তারিখে ব্যবসায়ীরা কৃষি অফিসারের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর চৌগাছা উপজেলার কৃষি অফিসার হিসেবে রইচউদ্দিন যোগদান করেন। তিনি এই উপজেলাতে কৃষি অফিসার হিসেবে যোগদানের পর থেকেই বিসিআইসি সার ডিলারদের সাথে চরম বিমাতা সূলভ আচারণ করে আসছেন। তিনি একটি পক্ষকে সন্তুষ্ঠি করার জন্য সরকারের ভাব মূর্তি ক্ষুন্নে সরাসরি কাজ করছেন। তার কারনে কৃষি নির্ভর উপজেলা চৌগাছার কৃষকরা সঠিক সময়ে পর্যাপ্ত পরিমানে সার পাচ্ছে না, যার প্রভাব পড়ছে কৃষি ফসল উৎপাদনে। বিসিআইসি সার ডিলাররা রইচউদ্দিনের কাছে ধর্না দিয়েও কৃষকের জন্য পর্যাপ্ত সার আনতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলা কৃষি অফিসারের জন্য সরকার থেকে একটি গাড়ি বরাদ্দ হয়েছে। ওই গাড়ির চালক হিসেবে তার শ্যালককে নিয়ম বহিঃভূত ভাবে নিয়োগ দিয়েছেন। কৃষি অফিসার রইচ উদ্দিন পাশ^বর্তী ঝিনাইদহ জেলর বাসিন্দা হওয়ার সুবাদে তার পরিবার পরিজন ওই জেলার নিজ বাড়িতে বসবাস করেন। তিনি অফিস ফাকি দিয়ে বেশির ভাগ সময় ঝিনাইদহে থাকেন। কোন কৃষক বা সার ডিলার তার কাছে প্রয়োজনের জন্য ছুটে গেলে অফিস থেকে জানানো হয় স্যার অফিসের কাজে বাইরে আছে, অথচ তিনি ঝিনাইদহের বাড়িতে শুয়ে বসে সময় পার করছেন। চৌগাছার প্রতিটি সার ব্যবসায়ীকে তার শ্যালক দ্বারা নানা ভাবে হয়রানী করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া উপজেলাতে যে পরিমান সার পাওয়ার কথা ডিলারদের সে পরিমান সার থেকে বঞ্চিত হচ্ছেন। এরজন্য কৃষি অফিসার সরাসরি জড়িত বলে অভিযোগ করা হয়েছে। বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের চৌগাছা উপজেলা ইউনিটের ১৬ জন সদস্য ওই আবেদনে স্বাক্ষর করেন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার রইচউদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, উপজেলার বেশ কিছু ডিলার অনিয়মের মধ্য দিয়ে ব্যবসা করছেন। সরকার কৃষকের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। কৃষক সেই টাকা পাচ্ছে না অথচ ডিলাররা পকেট ভরছে। এই নিয়ে অভিযান চালালে কিছু কিছু সার ডিলার আমাকে হেয় করতে এহেন কর্মকান্ডে লিপ্ত হয়েছেন। ড্রাইভার নিয়োগে কোন ত্রুটি নেই বলে তিনি জানান।














