বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি : আদালতের সিদ্ধান্তের পর অবশেষে বাঘারপাড়া ইউসিসিএ লিঃ এর কমিটি ঘোষণা হয়েছে। বিনা নির্বাচনে সাত সদস্য বিশিষ্ঠ এ কমিটির সভাপতি হয়েছেন মুন্সি মোঃ বাহার উদ্দিন। সহ-সভাপতি হয়েছেন জিয়াউল হক। বাকি পাঁচজন সদস্য হয়েছেন মোহাম্মাদ কায়কোবাদ, মোমিন উদ্দিন, খলিলুর রহমান, আজিজ মন্ডল ও আলতাফ হোসেন। বাঘারপাড়া ইউসিসিএ লিঃ এর নির্বাচন কমিটির সভাপতি নাসরিন সুলতানা গত ৩০ সেপ্টেম্বর এ কমিটি ঘোষনা করেন। জানাগেছে, গত ১৯ আগষ্ট বাঘারপাড়া ইউসিসিএ লিঃ এর নির্বাচনী তফসিল ঘোষণা হয়। ঘোষিত তফসিলে মনোনয়ন পত্র জমাদাসের শেষ তারিখ ছিলো ২৭ আগষ্ট। এদিন এক মাত্র প্রার্থী মুন্সি মোঃ বাহার উদ্দিন মনোনয়পত্র জমা দেন। অপর এক প্রার্থী হাফিজুর রহমান মনোনয়ন পত্র জমা দিতে না পেরে সমবায় কার্যালয়ের খুলনা বিভাগীয় যুগ্ম নিবন্ধকের নিকট আপিল করেন। আপিলে বিষয়টি নিস্পত্তি না হওয়ায় শেষে তিনি আদালতের শরনাপন্ন হন। আদালত গত ৩০ সেপ্টেম্বর মামলা খারিজ করে দেয়। এ দিন বিকালেই বাঘারপাড়া ইউসিসিএ লিঃ এর নির্বাচন কমিটির সভাপতি নাসরিন সুলতানা এ কমিটি ঘোষনা করেন।
নির্বাচিত এ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন, যশোর ৪ আসনের এমপি রনজিত কুমার রায়, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী, বাঘারপাড়া ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ আজগর আলী, আওয়ামীলীগ নেতা শচিন্দ্র নাথ বিশ্বাস, পৌর আওয়ামীলীগ নেতা আকবর আলী, গোলাম ছরোয়ার, আব্দুস সামাদ মন্ডল, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান সুবাস দেবনাথ অভিরাম, দরাজহাট ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন বাবলু, জহুরপুর ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারি, বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব রায়, সেচ্ছা সেবকলীগ নেতা টিপু সুলতান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহাজালাল প্রমুখ।














