রেড ক্রিসেন্টের পক্ষ থেকে শ্যামনগরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরন

0
313

শ্যামনগর ব্যুরো ঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের পক্ষ থেকে ২০২০ সালের ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৩শ পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে প্রত্যেক পরিবারকে ৪ হাজার ৫শত টাকা করে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা বিতরন করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার নীলডুমুর ডাক বাংলা হলরুমে এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সৈয়দ কালাম শুভ্র, ডিআরবিডিসিএস এর পরিচালক মোঃ মিজানুর রহমান, রেড ক্রিসেন্টের সদস্য শেখ আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘোরামী, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল সহ রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেড ক্রিসেন্টের সদস্য হারুনার রশিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here