সাংবাদিক পলাশকে নিঃশর্ত মুক্তির দাবীতে শ্যামনগরে মানববন্ধন

0
337

শ্যামনগর ব্যুরো ঃ সাতীরার প্রথম সংবাদপত্র ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স কাবের সিনিয়র সহ-সভাপতি পলাশ দেবনাথ কে মিথ্যা চাঁদাবাজি মামলায় গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা এবং নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৮ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসকাব চত্বরে এক ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স কাবের সভাপতি ও দৈনিক সুপ্রভাত সাতীরার নিজস্ব প্রতিনিধি গাজী আল ইমরান। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স কাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসকাবের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদ সুমন, দৈনিক যুগের বার্তা ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার শ্যামনগর প্রতিনিধি আনিসুজ্জামান সুমন, শ্যামনগর প্রেসকাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি ও দৈনিক কাফেলার ব্যুরো প্রধান এস.কে সিরাজ, সাবেক সহ-সভাপতি আবু সাঈদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান সাগর, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, মিজানুর রহমান, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স কাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিক একটা রাষ্ট্রের স্তম্ভ, জাতির বিবেক, সমাজের দর্পন স্বরুপ। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রহন এবং আটক করার আগে একটু প্রশাসনকে তদন্ত করা উচিত ছিল। একাত্মতা ঘোষণা করে উক্ত মানববন্ধনে কান্নাজড়িত কন্ঠে বাবার নিঃশর্ত মুক্তির দাবী জানান, নিরাপরাধ সাংবাদিক পলাশ দেবনাথ এর একমাত্র সন্তান পলক দেবনাথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here