তালায় রাস্তা নির্মাণে পুকুর থেকে বালু বিক্রি বসত-বাড়ির নিরাপত্তায় ইউএনও’র নিকট অভিযোগ

0
322

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ তালায় রাস্তা নির্মাণে পুকুর থেকে বালু উত্তোলনের ঘটনায় ইউএনও বরাবর অভিযোগ হয়েছে। উপজেলার বারুইহাটি এলাকার জনৈক আ: হাকিম শেখ তার পুকুর থেকে বালু উত্তোলন করে পাশের একটি নির্মাণাধীন রাস্তায় ঠিকাদারের সাথে ৪০ হাজার ঘণ ফুট বালু বিক্রির উদ্দেশ্যে ইতোমধ্যে উত্তোলন শুরু করেছে বলে অভিযোগে জানানো হয়েছে। তালা সদর ইউনিয়নের একই এলাকার বাসিন্দা মো: জনাব আলী শেখের ছেলে আমিরুল ইসলাম শেখ তার অভিযোগে বলেন, জনবসতিপূর্ণ ও বনজ এলাকার পুকুর থেকে বালু উত্তোলনের ঘটনায় বিস্তীর্ণ এলাকা ধ্বসে পড়ার আশংকায় তারা আতংকিত হয়ে পড়েছেন। অভিযোগে তিনি আরো জানান, রাস্তা নির্মাণে ঠিকাদারের দেয়া উত্তোলনকৃত কৃত্রিম বালু মহলের পুকুর মালিক আ: হাকিম শেখ’র ছেলে আব্দুল্লাহ শেখ হলেও তার চারপাশের জমি,বসত-বাড়ি ও বনজ এলাকার মালিক তিনি ও তার শরিকরা। অপরিকল্পিতভাবে সেখান থেকে বালু উত্তোলনের ঘটনায় তারা সামগ্রিকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবেন। অভিজ্ঞ মহল জানান, কোন এলাকা থেকে বালু উত্তোলন করলে তার চারপাশের বিস্তীর্ণ এলাকার মাটির তলদেশের বালু শুষে উঠে আসে। এতে অদূর ভবিষ্যতে মাটির উপরিভাগ ধ্বসে পড়ার আশংকা থাকে। এমনকি জর্মির উর্বরা শক্তির উপরও বিরুপ প্রভাব পড়ে। এব্যাপারে ভূক্তভোগীরা তাদের বসত-বাড়ির নিরাপত্তায় বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন,অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here