আশাশুনি সংবাদ আশাশুনিতে সাংবাদিক সাহেব আলীর মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুিষ্ঠত

0
304

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির সদরের মৃত আব্দুল মাজেদ মোড়লের স্ত্রী সাংবাদিক সাহেব আলীর মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুিষ্ঠত হয়েছে। গতকাল দুপুরে আশাশুনি সদরের আশাশুনি রিপোটার্স কাবের সহসভাপতি এমএম সাহেব আলীর মাতা মরহুম ছবিরন বিবির রুহের মাগফিরাত কামনা করে মরহুমের পরিবারের আয়োজনে বিভিন্ন মসজিদে ও নিজ বাসভবনে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অংশ নেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, থানা জামে মসজিদের সভাপতি জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান, সাধারন সম্পাদক আছিব ইকবাল, সাবেক চেয়ারম্যান সম সেলিম রেজা সেলিম, আশাশুনি থানার এসআই আব্দুল আজিজ থানা জামে মসজিদ কমিটির সদস্য শাহাজান আলী, আব্দুল আজিজ,আব্দুর রহমান মিঠু, আশাশুনি পুরতান জামে মসজিদের সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি , কোষাধ্যক্ষ মেহবুব হোসেন বাপ্পী, আ’লীগনেতা মুজিবর রহমান, আছাদুল ইসলাম, বদরুদ্দোজা সানা, আব্দুল আজিজ, বিএনপি নুরুল হক খোকন, জাতীয় পার্টির সভাপতি ,সাধারন সম্পাদক ইয়াহিয়া ইকবাল, প্রেসকাব সভাপতি জিএম আল ফারুক, ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজে, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, মসজিদ কমিটির শ্রমিকলীগ সেক্রেটারী মনিরুজ্জামান বিপুল, সাংবাদিক বাহবুল হাসনাইন,হাবিবুল্লাহ বিলালী,রিপোটার্স কাবের দপ্তর সম্পক আহসান উরøাহ বাবলু, কৃষকলীগনতা আবুহেনা মোস্তফা কামাল,সমাজ সেবক আমির হামজা খোকন, বাবলুসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন বিভিন্ন ইমাম যথাক্রমে সানা বাড়ী জামে মসজিদের ইমাম মাও আবুল কাশেম, থানা জামে মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ, সিদ্দিতিয়া জামে মসজিদের ইমাম আশাশুনি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আবু জায়েদ আব্দুল্লাহ,পরাতন জামে মসজিদের ইমাম আবুজার গিফারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here