দেবহাটার পারুলিয়ায় চার রাস্থামোড়ে ইজিবাইক ও ভ্যানের জানজট,চলাচলে ভোগান্তীর অভিযোগ 

0
290
আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃইজিবাই ও পাউ ভ্যানের জানজটে চলাচলে সাধারন মানুষের ভোগান্তির অভিযোগ উঠেছ। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়ার সেট মসজিদ সড়ক সহ- চার রাস্থার মোড়ে ইজিবাইকের সংখ্যা ও পাও ভ্যানের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারন মানুষ ও যানচলাচলে ব্যাপক ভোগান্তীর স্বীকার হতে হয়। মাঝে মধ্যে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার শাহ,ফোস নিয়ে জানজট নিয়োন্ত্রন করে গেলেও অন্যদিক দিয়ে ফের জানজট করে ইজিবাইকেরও ভ্যানের।এরকারনে ট্রাক,বাস সহ- চলাচলে প্রায় সময় দু’ঘন্টা ঘটেই যায়।স্টানে বেড়ে গেছে গরুহাটের মত দালালওবাটপারে। একবারেই প্রধান সড়কের উপরেই ইজিবাইক রেখে পাচেদ্দার উঠানো ও নাবানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here