স্টাফ রিপোর্টার : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তালার মাগুরা গ্রামে অসহায় এক বিধবা মহিলার জমি থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের গাছ চুরি করে কাটার অভিযোগ উঠেছে। জমি জোর দখলের চেষ্টার জের ধরে দূর্বৃত্তরা গাছ চুরি করে বলে মাগুরা গ্রামের অসহায় রমেছা পারভীন অভিযোগ করেন। তিনি ওই গ্রামের মৃত শেখ আব্দুল মালেক’র স্ত্রী।
বিধবা রমেছা পারভীন জানান, মাগুরা বাজার সংলগ্ন হাল ২৩৬৩ দাগের সাড়ে ৩বিঘা জমি তার স্বামী ০৮/০৫/১৮ তারিখে একই এলাকার শেফালী খাতুনের কাছ থেকে ক্রয় করে শান্তিপূর্ন ভোগদখল করেন। এরইমধ্যে গত ০১/০৮/২০২০ তারিখে স্বামী শেখ আব্দুল মালেক ইন্তেকাল করার পর ওই জমি জোর দখলের জন্য নানান অপতৎপরতা শুরু করে একই এলাকার মৃত শেখ আব্দুল গফ্ফার’র ছেলে আমানুর রহমান ও তার ছেলে শেখ ইমরান। এনিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে জমি দখল করার কৌশল হিসেবে এই জমিতে অবৈধ ভাবে পশুর হাট স্থাপন করা হয় এবং অদ্যবদী সেই হাট জোর করে চালানো হচ্ছে। এই হাট থেকে প্রতি সপ্তাহে ৩০/৩৫ হাজার টাকা আদায় হলেও জমি মালিক বিধবা রমেছা পারভীনকে কোনও ক্ষতিপূরন দেয়া হচ্ছেনা। উপরন্ত টাকা চাইলেই নানান হুমকি দেয়া হয়। এই ঘটনার প্রতিকার পেতে এবং অবৈধ “পশুর হাট” উচ্ছেদের জন্য ইতোমধ্যে ভুক্তভোগীর পরিবার সাতক্ষীরা জেলা প্রশাসক’র নিকট অভিযোগ দায়ের করেছেন। রমেছা খাতুন বলেন, গত ২২/১০/২০ তারিখে বাড়িতে কেউ না থাকার সুযোগে এই জমি দখলের চেষ্টা করে আমানুর ও তার ছেলে ইমরান। একপর্যায়ে তারা ওই জমির উপর থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের গামারী সহ বিভিন্ন প্রজাতীর একাধিক গাছ কেটে মাগুরাডাঙ্গা গ্রামের কাঠ ব্যবসায়ী কাজল শেখ’র নিকট বিক্রি করে। বিষয়টি জানতে পেরে রমেছা সহ তার সন্তানেরা বাড়িতে এসে গাছ কাটায় বাঁধা দিলে আমানুর ও কাঠ ব্যবসায়ী কাজল সহ দূর্বৃত্তরা নানান হুমকি দেয় ও হামলা চালাতে আসে। এঘটনায় অসহায় রমেছা পারভীন তালা থানায় দূর্বৃত্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।














