ঝিনাইদহের হলিধানীতে তরুন সমাজ সেবকদের উদ্যোগে রাস্তা মেরামত

0
383

মফিজুল হলিধানী প্রতিনিধি ঝিনাইদহ ঃ মানুষের ভোগান্তি কমাতে ভাঙা রাস্তায় ইটের খোয়া দিয়ে রাস্তা মেরামত করলেন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের একদল তরুন সমাজ সেবকরা। হলিধানী বাজার থেকে সোনারদাইড় পর্যন্ত রাস্তাটি এবারের ভারী বর্ষণে বিভিন্ন স্থানে খানা খন্দের সৃষ্টি হয়। এতে করে রাস্তাটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন তারা। রাস্তা দিয়ে নিয়মিত চলাচলরত ভ্যান চালক মহিরদ্দিন(৫০) বলেন, হলিধানী বাজার থেকে বাজার গোপালপুর রাস্তায় মাঝে মধ্যে ভাঙ্গা হওয়ার কারনে চলতে অনেক অসুবিধা হয়, নতুন এই রতুনদের উদ্যোগে রাস্তা ঠিক করছে দেখছি,রাস্তাটি ঠিক হলে সকলের উপকার হবে। এলাকার স্থানীয় ব্যবসায়ী ইউনুছ আলী (৫৫) বলেন,এ রাস্তা দিয়ে প্রতিদিন জেলা সদরসহ ঝিনাইদহ শহরে যাতায়ত করে শত শত মানুষ। এ রাস্তা দিয়া নিয়মিত, ইজিবাইক, অটো, ভ্যান ও নসিমন, আলমসাধু পিকআপ গাড়ি চলাচল করে। নতুন এই উদ্যোগতারা মানুষের কথা ভেবে এগিয়ে এসেছেন। তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এবিষয়ে উদ্যোগতারা জানান, ‘আমাদের নিজ এলাকা হলিধানী বাজার হতে সোনাদাড়ি পর্যন্ত গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল দশা, কিছু কিছু রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। রাস্তাটি চলাচলের অনুপোযী হলে আমাদের নিজ উদ্যোগে হলিধানী বাজার হতে সোনারদাইড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা সংস্কার করার কাজ শুরু করেছি। এসময় রাস্তা মেরামতকালে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক নূর এ আলম বিল্পব, ডাঃ মোজাম্মেল সর্দার, আব্দুর রহিম শেখ, বাদশা ছৈয়াল, ফারুক বিশ্বাস, মানোয়ার মাস্টার, রফিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here