আবুল হাসান দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ বিভিন্ন কৌশাল খাটিয়ে সরকারী খাসজমি বিক্রয় করে বহু টাকা কামাই ও দোকান সহ-বিভিন্ন ব্যবসার অভিযোগ উঠেছে। সাতীরার কালীগঞ্জও শ্যামনগর উপজেলার কুরবান আলীর পুত্র রব্বানী। সে দেবহাটা উপজেলার নাওয়াপাড়া ইউনিয়নের ঢেপুখালী এলাকার বাসীন্দা।সে ১৯৯৪ সালে মৃত জায়দার আবাদে এসে সরকারী খাসজমি দখল করে ও জায়দার আবাদে বাসীন্দা হয়ে বসবাস করতে থাকে।কৌশাল করে জায়দারবাদে জমি বিক্রি করে দিয়ে ২০১২ সালের দিকে সুযোগ বুঝে ঢেপুখালী এলাকায় ভুমীহিন নামে অবস্তান করে বলে জানা যায়।ঢেপুখালীতে তার জমি প্রায় পৌনি( ০৫) বিঘা ।তার জমির পশ্চিম কোনায় পাকা বিল্ডীং করেছে। ওই জমি বিক্রয়ের পাইতারা চালাচ্ছে বলে জানা যায়।সরজমিনে যেয়ে এলাকার কয়েক জন ব্যাক্তির উপুস্থিতে রব্বানীর কাছে তার জমি বিক্রয়ের বিষয় জানতে চাওয়া হয়।এসময় তিনি বলেন, আমি কারোর কাছে কোন জমি বিক্রি করি নি।কেউ যদি কোন দিন জানতে পারে জমি বিক্রি করা হয়েছে এর বিনিময় তাকে যাহা করা হবে তাই সে মেনে নিবেন এমনই জানান। গোপন সুত্রে জানা যায় -নিকটস্থ্য আঃসালামের ভাইরা ভায়ের কাছে ১৮ লাক টাকা মুল্যে জমি বিক্রয় করবেন, এই সুত্রে ৭ লাক টাকা বাইনা নিয়েছে রব্বানী এমনই জানা যায়।রব্বানীর কাছে জমি বিক্রয়ের বিষয় জানতে চাইলে বলেন আমি কোন জমি বিক্রি করি নাই। রব্বানী মিথ্যা কথা বললে ওপারুলিয়ার খলীশাখালী এলাকার আবু মুছার পুত্র শাহা-আলম।তিনি রব্বানীর গোপন কথা ফাস করলেন সংবাদ কমীর সাথে। সে ওই সালামের পে সংবাদ কমীর সাথে যোগাযোগ করে এবং জমি বিক্রির বিষয় বলেন,আমরা কিন্তেছী। সংবাদ প্রকাশ করা হবে কি না জানতে চেয়ে শাহা আলম মরিয়া।রব্বানী অস্বীকার করে বলেন আমি জমি বিক্রি করি নাই, শাহা আলম বলছে আমরা ওই জমি নিয়েছি।তবে কার জমি কে বিক্রি করছে। শাহা আলমের দাবী ১৫ দিন পর সংবাদ লেখার। রব্বানী যে জমিতে বসবাস করে এই জমি বাবুদের ছিলো। বাবুদের কাছ থেকে সখিপুরের মৃত আঃসালাম চেয়ারম্যান নেই।পরে ওই জমি রব্বানী ক্রয়করে। ঢেপুখালী এলাকার ফয়জুলের মাধ্যমে। জমির কাগজও খতিয়ান সহ সে কোন কিছুই দেখাতে পারিনি।তিনি বলেন আমার কাছে জমির কোন কিছুই নেই বলে সংবাদ কমীকে জানান।তিনি আরো জানান,সব কাগজ ফয়জুলের কাছে।কতটাকার জমি রব্বানী তাউ জানেন না।ওই জমি ১৮ লাক টাকা মুলে বিক্রয়ের কাজে দৌড়ঝাঁপ। অনেকেই জানায়,সরকারী খাসজমি বিক্রয়ের চেষ্টায় রব্বানী।গাজীরহাট বাজারে সে বড়একজন দোকান ব্যবসায়ী।তার অবৈধ জমি ব্যবসার সাথে থাকতে পারে অনেক অবৈধ ব্যাক্তিরা। সে কাউকে পরোয়া করে না বলে এমনই জানা যায়। সে ঠান্ডামাথায় কৌশালে সরকারী জমি বিক্রয় কারী বলে জানা যায়।বিশ্বাস্থ্য সুত্রে জানা গেছে, কালাবাড়ীয়া নামক এলাকায় তিন বিঘার মত রিকডীয় জমি রয়েছে।সেই জমি লিচ দেওয়া রয়েছে।সেখান থেকে বছরে হারির টাকা আদায় করেন এমনই জানা গেছে। রেকডীয় জমি বিক্রয়ের নামে খুবিই কৌশালে সরকারী খাসজমি বিক্রয় করে তার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে।তাই তার জন্মস্থান সহ-তার সকল বিষয় খোজ খবর নিতে সচেতন মহুলের পে প্রশাসনের হস্তপে কামনা করা হয়েছে।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...














