ঝিনাইদহ ও হরিণাকুন্ডু প্রেসকাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0
304

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঐতিহ্যবাহী ঝিনাইদহ প্রেস কাব ও হরিণাকুন্ডু প্রেস কাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হরিণাকুন্ডু উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন ও খেলায়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারমান জাহাঙ্গীর হোসাইন।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা ও হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা। এছাড়াও খেলায় ইউপি চেয়ারমান ফজলুর রহমান, গোলাম মোস্তফা, মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর ফারুক হোসেন, ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সমকাল ও ডিবিসি নিউজ এর কুস্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, বাংলাদেশ প্রতিদিন ও একুশে টেলিভিশন এর কুস্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচে ঐতিহ্যবাহী ঝিনাইদহ প্রেস কাব হরিণাকুন্ডু প্রেসকাবকে পরাজিত করে। খেলাশেষে প্রধান অতিথি ঝিনাইদহ প্রেস কাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here