মহসীন হোসাইন হরিদাসকাটী (মনিরামপুর) যশোর প্রতিনিধি : মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া নাইট ফুটবল খেলায় পুলিশ ও পল্লিবিদুৎ কর্মকর্তাদের বাধায় খেলাটি পন্ড হয়ে যায় ।
গত বৃহস্পতিবার রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে ঢাকুরিয়া বাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মঠে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হচ্ছিলো এ খেলয় চলার সময় ব্যাবহার করছিলেন বিদ্যুৎ এর বাল্বের আলো ,সাথে করোনা প্রভাব থাকায় সরকারি ভাবে নিষেধ থাকার কারণে এ খেলায় মনিরামপুর থানা পুলিশ ও মনিরামপুর এসিল্যান্ড ভূমি,ও পল্লিবিদ্যৎ অফিসের এজিএম কম আবু হেনা মোস্তফা কামাল সহ তার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে খেলার সকল ব্যাহারিক জিনিস পত্র র্সাচ লাইট ৪ টা তার,একটি ফট বল পুলিশ ও বিদ্যুৎএর কর্মকতারা এ গুলো তাদের গাড়িতে নিয়ে যায় এসময় ঢাকুরিয়া ইউনিয়ানের চেয়াম্যান এরশাদ আলী সরদার ঘটনা স্থলে উপস্থিত ছিলেন পরে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি জানান আমি কিছু জানি না জানলে বিষয়টা দেখতাম আমি এখন শুনলাম এখনি উক্ত সমস্যা গুলো দেখব।মনিরামপুর পল্লিবিদুৎ অফিসের জেনারেল ম্যানেজার অরুন কুমার কুন্ড তিনি জানান, আমার কিছু করার নেই কারন উপজেলা নিবাহী অফিসার পুলিশসহ আমাদের কর্মকর্তাদের পাঠিয়েছেন।স্থানীয় খেলার আয়োজকরা জানান আমরা মাদক আসাক্ত না হয়ে এবং খারাপ কাজ না করে খেলা ধুলার প্রতি মনোনিবেশ করার জন্য আমাদের এ টুর্নামেন্ট আয়োজন করেছিলাম কিন্তু আমাদের বড় ক্ষতি হয়েগেছে। আমাদের খেলার সেমিফাইনাল খেলা সম্পন্ন হয়ে গিয়েছিল খেলায় মোট চারটি দল অংশগ্রহণ করে প্রথমার্ধে ঢাকুরিয়া সিনিয়ার ফুটবল একাদশ ও ঢাকুরিয়া জুনিয়র ফুটবল একাদশ প্রথমার্ধের খেলায় দুটি দল এর ফলাফল হয় ঢাকুরিয়া সিনিয়র ফুটবল একাদশ ০৩ এবং ঢাকুরিয়া জুনিয়র ফুটবল একাদশ ০১ দ্বিতীয়টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সে দুটি দলের মধ্যে অংশগ্রহণ করে বন্ধুমহল ফুটবল একাদশ এবং বর্ণমালা ফুটবল একাদশ দুই ফুটবল একাদশ এবং বর্ণমালা ফুটবল একাদশ শূন্যঘরে সেমিফাইনাল খেলা শুরু হবে এমন মুহূর্তে পুলিশ অভিযান চালিয়ে খেলা বন্ধ করে দেয় পুলিশ অভিযান চালানোর সময়














