ঝিকরগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ

0
328

জসিম উদ্দিন, শার্শা : যশোরের ঝিকরগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করেছে দেশের সনামধন্য কোম্পানি বায়ার ক্রপসায়েন্স লিমিটেড।
“ভাল ধানে ভাল জীবন” এই প্রতিপাদ্যে সোমবার বিকাল ৩টার সময় উপজেলা কৃষি সম্প্রশারণের হল রুমে ২শ ১০ জন কৃষকের হাতে এই ধান বীজ তুলে দেওয়া হয়। অত্যাধুনিক মানসম্পর্ণ হাইব্রিড জাতের অ্যারাইজ তেজ গোল্ড বায়ার হাইব্রিড-৫ ধান বীজ কৃষক প্রতি তিন কেজি করে বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়ার গ্রুপসায়েন্স লিঃ এর যশোর জেলা কৃষিবিদ আতিকুজ্জামান, ফিল্ড এসোসিয়েট এম এ করিম রেজা, বায়ারের ঝিকরগাছা ডিলার আকরাম খান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, বায়ার একটি সনামধন্য কোম্পানি। প্রতিবছর প্রান্তিক কৃষকদের মাঝে বায়ার নতুন নতুন চমক নিয়ে আসে। চলতি বছরেও তারা কৃষকদের জন্য হাইব্রিড জাতের যে ধান বীজ বিতরণ করলেন সে বীজ সারা দেশে অধিক ফলনশীল ও লাভজনক হিসাবে পরিচিত লাভ করেছে। তাই নিঃসন্দেহে এটি চাষ করতে যা যা পরামর্শ ও সহযোগিতা করা দরকার কৃষি বিভাগ সব সময় কৃষকের পাশে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here