নড়াইল প্রতিনিধি : আরটিভি ,সময়ের আলো নড়াইল প্রতিনিধি ও নড়াইল জেলা প্রেসকাবের সাবেক সভাপতি মোস্তফা কামালের বাবা মো:আটিয়ার রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উনার বয়স হয়েছিল ৮৩ বছর।
সাংবাদকি মোসÍফা কামাল বলেন, আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন আমাদের ভাই বোনদের ও আমার একমাএ ছেলেকে খুভ ভালো বাসতেন তিনি । মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলেও পাঁচ মেয়ে রেখে গেছেন। জেলা প্রেস কাবের সাবেক সভাপতি সাংবাদিক মোস্তফা কামালের বাবার মৃত্যুতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন’র (আরজেএফ) সভাপতি মো: সজল খাঁন ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস ,দপÍর সম্পাদক এসকে সুজয় বিশ্বাস উনার আত্মার শান্তি কামনা ও গভীর শোক প্রকাশ করেছে।














