পশ্চিম সুন্দরবন থেকে অস্ত্র উদ্ধার

0
306

শ্যামনগর (সাতীরা) প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনের সাতীরা রেঞ্জের তালপট্টি-সংলগ্ন গাড়াল বড় খাল এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কৈখালী স্টেশনের কোস্টগার্ড সদস্যরা এ অভিযান চালায়। এসময় বনদস্যুদের একটি ডিঙি নৌকা ও সোলার প্লেটসহ কিছু সরঞ্জামাদিও উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড শুক্রবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানাবে বলে জানিয়েছে। তবে স্থানীয়রা অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছে। জেলেদের একাধিক সুত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তালপট্টি এলাকায় মাছ শিকারের কাজে নিয়োজিত কিছু জেলে গাড়ালের বড় খালে কয়েকজন বনদস্যুকে দেখতে পান। এরপর তারা নির্দিষ্ট টাওয়ার এলাকায় গিয়ে এক জনপ্রতিনিধিকে বিষয়টি অবহিত করেন। তিনি কৈখালী কোস্টগার্ড স্টেশনে খবর পৌঁছে দিতেই কোস্টগার্ড সদস্যরা অভিযানে যান। বিকেলের দিকে অভিয়ানে অংশ নেয়া কোস্টগার্ড সদস্যরা গাড়াল বড় খালে পৌঁছাতেই তিন দস্যু বনের মধ্যে পালিয়ে যায়। এসময় ওই এলাকায় তল্লাশি করে একটি নৌকা, একটি একনলা বন্দুক ও সোলার প্লেটসহ বনদস্যুদের ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here