রামনগরে সাবেক চেয়ারম্যান রেজাউল’র আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া

0
309

কুয়াদা (যশোর) প্রতিনিধি॥ যশোর সদর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রামনগর ইউপির সাবেক চেয়ারম্যান জনপ্রিয় ব্যক্তিত্ব মরহুম রেজাউল হাসান’র আত্মার মাগফিরাত কামনায় ইউনিয়নের বিভিন্ন মসজিদে পৃথকভাবে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মাবাদ মরহুমের পরিবারের পক্ষহতে রামনগরে মসজিদে-মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামনগর রেলগেট বায়তুল আমান জামে মসজিদ, বায়তুল নুর জামে মসজিদ, শাহী জামে মসজিদ, খানকায়ে ওয়াসিয়া জামে মসজিদ, বায়তুল সালাম জামে মসজিদ, আশরাফুল মাদারিস মসজিদ, সতীঘাটা বাজার কেন্দ্রীয় মসজিদ, তোলাগোলদারপাড়া জামে মসজিদ, কামালপুর জামের মসজিদসহ ২২টি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়রামনগর রেলগেট বায়তুল আমান জামে মসজিদ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গোলাম মোস্তফা, রমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি নূর মোহাম্মদ মনু, সম্পাদক মারুফ হোসেন, যুগ্ম-সম্পদক শহিদ আল-মামুন, সাংগঠনিক মোসলেম উদ্দীন, বিএনপি নেতা মাসুদুর রহমান শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাজু আহম্মেদ, রামনগর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাহার আলী, সম্পাদক আলমগীর হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ হাসানুজ্জামান হাসুসহ ইউনিয়ন সর্বস্তরের মুসল্লিবৃন্দ। দোয়া পরিচালনা করেন, মাওলানা আবু বক্কর সিদ্দিকী। । দোয়া শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়। উল্লেখ্য, মরহুম রেজাউল হাসান বুধবার মরমান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here