মাগুরায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
290

মাগুরা প্রতিনিধি : অন্ধদের মাঝে সাদা ছড়ি বিতরণ, রক্তদান ও আনন্দ মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় বুধবার যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগ সকাল ১১ টায় শহরের কলেজ রোড়ে সমাবেশ করে। জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাহউদ্দিন, ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা। সমাবেশে শেষে ২০ জন অন্ধ ব্যাক্তির মাঝে সাদা ছড়ি বিতরণ ও আছিয়া খাতুন রেডক্রিসেন্ট রক্তদান ক্রেন্দ্রে যুবলীগ নেতা-কর্মীরা ৩০ ব্যাগ রক্তদান করে। এর আগে সকালে শহরের জামরুল তলা এলাকায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ও শহরে আনন্দ মিছিল করে জেলা যুবলীগের নেতা-কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here