শ্যামনগরের সুকুমার চক্রবর্তী আর নেই

0
291

শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগরের বিশেষ ব্যক্তিত্বের অধিকারী সুকুমার চক্রবর্তী শুক্রবার বেলা ১.১৫ মিনিটে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে স্ট্রোক করে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের মৃত শিবপদ চক্রবর্তীর পুত্র, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দুর্গাপদ চক্রবর্তী ও সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য শক্তি চক্রবর্তীর ছোট ভাই। নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জির শ্যালক। উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ সম্পাদক, মৎস্য ঘের মালিক ও এক সময়ের দৈনিক দক্ষিনের মশাল পত্রিকার শ্যামনগর সদর প্রতিনিধি ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর। স্ত্রী, এক পুত্র ও এক কন্য সহ বহুগুনগ্রহী রেখে গেছেন। হঠাৎ তার এ আকষ্মিক মৃত্যুতে তার পরিবার. আত্মীয়স্বজন ও এলাকাবাসী শোকাহত। গতকাল শনিবার সকাল ১০ টায় নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মহাশশ্মানে তার অন্তেষ্টিক্রীয়া সম্পন্ন হয়েছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছন- সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, সদর ইউনিয়ন সভাপতি এ্যাড, জহুরুল হায়দার বাবু, শ্যামনগর সদর ইউনিয়ণ আওয়ামীলীগের সভাপতি ও প্রেসকাবের সাবেক সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর সহ সকল সাংবাদিকবৃন্দ, শ্রমিকলীগের সভাপতি এসএম কামরুল হায়দার নান্টু ও অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয় পার্টির সভাপতি এ্যাড. আব্দুর রশিদ ও সাধারন সম্পাদক এম কামরুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here