ট্রোলের মুখে প্রিয়াংকা

0
496

বিনোদন ডেস্ক : এবার ট্রোলের তীর বলিউড অভিনেত্রী প্রিয়াংকার দিকে। মার্কিন মুলুক থেকে ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট করেছেন তিনি! মেনে নিতে পারছেন না নেটাগরিকরা। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ে হওয়ার পর প্রিয়াংকা চোপড়া জোনাস মূলত আমেরিকাতেই থাকেন। কিন্তু শিকড় ভোলেননি তিনি। দেশে ঘটে চলা বিভিন্ন ইস্যু নিয়ে তিনি ওয়াকিবহাল। গত ২৩ দিন ধরে নয়া কেন্দ্রীয় আইন নিয়ে তোলপাড় দিল্লি। কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি টুইট করেছিলেন, কৃষকরা খাদ্য-সেনা। তাদের সমস্যা শুনতে হবে। তাদের দাবি মেটাতে হবে। খুব দেরি হওয়ার আগেই এই বিষয়টির সমাধান করা উচিত। তাতেই রক্ষা হবে গণতন্ত্র। দু’দিন ধরে তার কমেন্ট বক্স উপচে পড়ছে কমেন্টে। কোনও নেটাগরিক প্রিয়াংকার কাছ থেকে এরকম টুইট পেয়ে খুব খুশি। কারোর বক্তব্য, আগে দেশে আসুন। তার পর কৃষকদের নিয়ে কথা বলবেন। কেউ আবার চোপড়ার একটি ছবি ও একজন মহিলা কৃষকের ছবি পাশাপাশি কোলাজ করে পোস্ট করেছেন। যেখানে চোপড়ার সামনে টেবিল ভরা খাবার। আর অন্য দিকে শূন্য হাতে বসে রয়েছেন মহিলা কৃষক। কেউ বললেন, আপনার জন্য এই ভিডিওটা থাকল। আপনি তো নিশ্চয়ই আইনটি বিস্তারিত জানেন না। নেটাগরিকদের দাবি, সস্তার পাবলিসিটি স্টান্ট ছাড়া আর কিছুই না এসব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here