কেশবপুর ব্যুরো : যশোরের কেশবপুরে সাগরদত্তকাটি আমতলা বিলের পকেট কমিটি বাতিল, হুমকি দিয়ে ডিডে জোরপূর্বক কৃষকের স্বাক্ষর বন্ধের প্রতিবাদে ঘের মালিক কামরুজ্জামানের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে শতাধিক কৃষক কেশবপুর প্রেসকাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছে। মানববন্ধন শেষে কৃষকরা মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সাগরদত্তকাটি আমতলা বিলে এলাকার ২২৫ জন কৃষকের ৩০০ বিঘা জমির একটি মাছের ঘের রয়েছে। ২০১৬ সালে ৫ বছর মেয়াদে ঘেরটি লিজ দেয়া হয় কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকার ঘের ব্যবসায়ী কামরুজ্জামান বিশ্বাসকে। ৩০ পৌষের মধ্যে ঘেরের পানি নিষ্কাশন করে কৃষকের বোরো ধান আবাদ করে দেয়ার কথা থাকলেও তিনি তা না করে ২০১৯ সালের ৩০ ফাল্গুন ঘেরের পানি নিষ্কাশন করেন। যে কারণে কৃষকরা সময়মত বোরো ধান রোপণ করতে পারেনি। শুধু তাই নয় কৃষকদের ধান কাটার মুহূর্তে তিনি ঘেরে লোনা পানি তুলে দিয়ে কৃষকের ৫০ বিঘা জমির ধান নষ্ট করে দেন। তিনি ঘের করার সময় খাল-বেঁড়ি ৪০ হাজার টাকা ও সাদা জমি ২০ হাজার টাকা হারি দিবে বলে কৃষকদের সাথে চুক্তি করেন। কিন্তু তিনি এ শর্ত ভঙ্গ করে খাল-বেঁড়ি ৩০ হাজার টাকা, ডাঙ্গা ১৪ হাজার টাকা করে হারি দিয়ে আসছেন। শুধু তাই নয় ঘের করার মাঝামাঝি সময়ে তিনি ঘেরের প্রভাবশালী সদস্য নুর মোহাম্মদ, বদরুজ্জামান বেবী, সুকুমার জোয়াদ্দারের নের্তৃত্বে ১০/১২ জন ব্যক্তিকে সাথে নিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে কৃষকদের জিম্মি করে নতুন ডিডে স্বাক্ষর করাতে বাধ্য করান। যার মূল ডিডে ঘের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ্ব কিতাব্দী গোলদারের স্বাক্ষর জাল করা হয়। এই জাল ডিডে প্রতারণা করে ঘেরের হারির টাকা কমিয়ে করা হয় খাল-বেঁড়ি ৩০ হাজার টাকা ও সাদা জমি ১৪ হাজার টাকা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করায় কৃষকরা দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে। ফলে সংঘর্ষের আশঙ্কা বিদ্যমান। যে কারণে আমরা ঘেরটি তাকে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ কথা জানতে পেরে কামরুজ্জামান বিশ্বাস কৃষকদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে এবং পরবর্তী ৫ বছরের ডিডে জোরপূর্বক স্বাক্ষর করে নিচ্ছেন। গত ৫ ডিসেম্বর ঘেরের সভাপতি বাড়িতে না থাকার সুযোগে ওই বিলের প্রভাবশালী সদস্য নুর মোহাম্মদ, আনন্দ সরকার নন্দ, কামরুল ইসলাম, আবারও ঘেরের মেয়াদ বাড়ানোর উদ্দেশ্যে মিটিং আহবান করে। যা কৃষকদের বাঁধার মুখে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে ঘের মালিক কামরুজ্জামান বিশ্বাস ঘের দখলের নাটক করে উল্টো কৃষকদের ফাঁসানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় সে এলাকার শান্তিপ্রিয় ১৫/১৬ কৃষকের নামে হয়রানিমূলক মিথ্যা সাধারণ ডায়েরী করেছে। ডিডে স্বাক্ষর না করলে ঘেরের পানি নিষ্কাশনসহ হারির টাকা দিবে না বলেও হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে এলাকারা কৃষকরা কেশবপুর প্রেসকাবের সামনে ঘের মালিকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। স্মারকলিপির মাধ্যমে প্রশাসনের ঊধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সমাবেশে বক্তব্য দেন, ঘের পরিচালনা কমিটির সভাপতি কিতাব্দী গোলদার, নারান মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, মাস্টার আব্দুল মজিদ প্রমুখ। এ ব্যাপারে ঘের মালিক কামরুজ্জামান বিশ্বাস বলেন, ঘেরের মেয়াদ এখনও ২ বছর বাকি আছে। অথচ ওই ঘেরে যাদের জমি নেই, প্রতিদ্বন্দ্বী ঘের মালিক তাদের দিয়ে ঘের দখলের ষড়যন্ত্র করছে।
পিস্তল ও ১৫টি ককটেলসহ যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির আটক
স্টাফ রিপোর্টার, যশোর : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা যশোরের আলোচিত ও অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছে । মঙ্হলবার মধ্যরাতে...
বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় ইলিশ মাছের চালান আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ। পণ্য চালানটিতে সাদা...
রাজগঞ্জে গণভোটে সচেতনতা বাড়াতে উৎসবমুখর মক ভোটিং
যশোর অফিস : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর মক...
যশোরে বিটিএইচের বর্ণাঢ্য পিঠা উৎসব নিয়ে সংবাদ সম্মেলন
যশোর অফিস : বাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে যশোরে আয়োজন করা হচ্ছে ‘বিটিএইচ পিঠা উৎসব–২০২৬’। এ উপলক্ষে বুধবার বিকেলে শহরের লালদিঘি...
যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
যশোর অফিস : সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মানহানিকর বক্তব্য ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। নিজের ও পরিবারের...














