কলারোয়া পৌরসভার ৩০ জানুয়ারির নির্বাচনের তফসিল ঘোষণা

0
339

এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া পৌরসভার মেয়র, সংরতি আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য ৩০ জানুয়ারির -২১’ ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হয়েছে। সাতীরা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার নাজমুল কবির জানান, স্থানীয় সরকার(পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০ অনুযায়ী কলারোয়া পৌরসভার মেয়র, সংরতি আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনের উদ্দেশ্যে সময়সূচি ধার্য করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে আগামী ৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল, ৩ জানুয়ারি-২১’ রবিবার মনোনয়ন পত্র বাছাই, ১০ জানুয়ারি, রবিবার প্রার্থিতা প্রত্যাহার ও ৩০ জানুয়ারী-২১’ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here