চৌগাছার লিটন এন্টার প্রাইজে অভিযান মেয়াদউত্তীর্ণ কীটনাশক ধ্বংস

0
327

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা বাজারের লিটন এন্টার প্রাইজে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ধ্বংশ করা হয়েছে। এসময় তিনি অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগ অস্বীকার করেন। রোববার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দীনের নেতৃত্বে শহরের মহেশপুর রোডে অবস্থিত লিটন এন্টার প্রাইজে অভিযান চালানো হয়। এসময় তার দোকানে কয়েকটি কোম্পানির মেয়াদ উত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করে মাটিতে পুতে ফেলেন। জব্দকৃত কিটনাশকের মধ্যে সিনজেনটার ফোরা ও ফসল কোম্পানির কীটনাশক ছিল। এছাড়া কীটনাশক কোম্পানির কর্তৃত্বপত্র (অনুমতিপত্র) ছাড়াই কীটনাশক বিক্রি করা এবং সার ক্রয়ের কোন ভাউচার দেখাতে না পারায় এসব বিষয়ে তাকে সতর্ক করা হয়। এসময় কৃষি অফিসারের সাথে ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শহিদুল ইসলাম, পৌর ব্লকের উপ-সহাকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দীন বলেন, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ধ্বংস করে তাকে সতর্ক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here