আশাশুনি (সাতক্ষীরা) সংবাদ আশাশুনির কুন্দুড়িয়া প্রাথমিকের নৈশ প্রহরীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত অনুষ্ঠিত

0
338

প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনির কুন্দুড়িয়া প্রাথমিকের দপ্তরি কাম নৈশ প্রহরীর বিরুদ্ধে হিংসাথ্যকভাবে অভিযোগের তদন্তকার্য অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে, উপজেলার বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী পদে ওই গ্রামের স্বর্গীয় সুধাংশু শেখর সরকারের পুত্র শিবপদ দীর্ঘদিন বিধি মোতাবেক দপ্তরি কাম নৈশ প্রহরী পদে যোগদান করে চাকুরীরত আছেন। জাতীয় পরিচয়পত্র (স্মার্ট) কার্ড অনুযায়ী তার জন্ম তারিখ ইং ০৫ জুন ১৯৮৩ সাল। যার অনলাইন আইডি নং ৩২৭৬৫০৮৬৪৯। জন্ম নিবন্ধন নং (অনলাইন) ১৯৮৩৮৭১০৪৩৪০২৭১৮৩। তার চাকুরীতে যোগদানকৃত কাগজপত্রদি অনুযায়ী তিনি ১৯৯৬ সালে কুন্দুড়িয়া পি.এন মাধ্যমিক বিদ্যালয় হতে অষ্টম শ্রেনী পাশ করেছিল। দীর্ঘদিন চাকুরী করার এক পর্যায়ে নৈশ প্রহরীর আপন বড় ভাই উত্তম কুমার সরকার সরকারী বিধি মোতাবেক স্কুলের সভাপতি প্রার্থী হওয়া বর্তমান প্রধান শিক্ষকের মনোপুত না হওয়া ও ভাগ্নে বৌ আগামী ইউপি নির্বাচনে ইউপি সদস্যা প্রার্থী হওয়ায় একটি মহল প্রতিপক্ষ হয়ে একত্রিত হয়েছে। ফলে নৈশ প্রহরী শিবপদ’র পরিবার ও আত্মীয় স্বজনদের ঘায়েল করতে বর্তমান ইউপি সদস্য মমতাজ বেগম বাদী হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে আশাশুনি সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা গতকাল বিকালে বুধহাটা ইউনিয়ন তফসিল অফিসে (কাচারী বাড়ী) উভয় পক্ষের উপস্থিতিতে তদন্ত কার্য পরিচালনা করেন। তদন্তকালে দপ্তরি শিবপদ সরকার হালনাগাদ অনলাইন জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনসহ স্বপক্ষের সকল কাগজপত্রের মূলকপি দেখাতে সক্ষম হন। তদন্তকারী কর্মকর্তা চাকুরীতে যোগদানসহ তার সকল কাগজপত্রাদী দেখেন ও ফটোকপিসহ উভয় পক্ষের লিখিত বক্তব্য জমা নেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সহকারী ভূমি কর্মকর্তাসহ উপজেলা ভূমি অফিসের অফিস সহকারীবৃন্দ। বারংবার অহেতুক প্রতিপক্ষ কর্তৃক অভিযোগ করে দপ্তরী কাম নৈশ প্রহরী শিবপদসহ তার আত্মীয় স্বজনদের নাজেহাল করতে অভিযোগ করায় এলাকায় বিরুপ পতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে দপ্তরী শিবপদ জানান, প্রতিপক্ষ আবদনকারী মমতাজ বেগম আগামীতেও ইউপি সদস্যা প্রার্থী হওয়ার ইচ্ছায় শুধু আমার বিরুদ্ধে নয়, আমার ভাগ্নে বৌও ওই পদে নির্বাচন করার ইচ্ছা পোষন করায় ভাগ্নে স্বাস্থ্য সহকারি রবিনের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে মিথ্যা রটনা করাসহ মিথ্যা মামলায় ফাসানোর চেষ্টা করে বেড়াচ্ছেন। যার কোন ভিত্তি নেই। শিবপদসহ তার পরিবার মিথ্যা অভিযোগ বন্ধ করে অহেতুক নাজেহাল না করার জন্য প্রতিপক্ষের প্রতি আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here