ঝিকরগাছা থানা পুলিশের চিরুনি অভিযানে ৯ আসামীকে আদালতে প্রেরণ

0
294

স্টাফ রিপোর্টার : ঝিকরগাছা থানা পুলিশের চিরুনি অভিযানে বিভিন্ন মামলার সাথে সংযুক্ত ৯আসামীকে করে আদালতে প্রেরণ করেছে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক সংবাদকর্মীদেরকে জানিয়েছেন। থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় ও আমার তত্বাবধনে থানা পুলিশের অফিসার ও ফোর্সগণ রাত্রকালীন বিশেষ অভিযান পরিচালনা করে। এরপর থানা এলাকার বিভিন্ন জায়গা হতে ০২ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী ও ০২ জন পুরাতন (গণধর্ষণ) মামলার আসামীসহ সর্বমোট ৯জন আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত আসামীরা হল- সিআর মামলার আসামী ঝিকরগাছা থানার উজ্জলপুর গ্রামের মোঃ আঃ রাজ্জাক সর্দারের ছেলে মোঃ রাসেল হোসেন, সিআর-৩০৯/১৯ মামলার আসামী গৌরসুটি গ্রামের মৃত মজিদ বিশ্বাসের ছেলে আব্দুস সাত্তার, থানার পুলিশের চলতি ১৬নং মামলায় ৩৪পিছ ইয়াবা ট্যাবলেট সহ গোয়ালহাটি স্কুলপাড়া গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে মোঃ জামাল উদ্দিন, থানার পুলিশের চলতি ১৫নং মামলায় র‌্যাব-৬ এর অভিযানে ২কেজি গাঁজা সহ বোনাপোল পোর্ট থানার বোয়ালিয়া মাইনকা গ্রামের মৃত নেছার আলী মোড়লের ছেলে মশিয়ার রহমান, থানার পুলিশের চলতি ১৪নং মামলায় ৩০পিছ ইয়াবা ট্যাবলেট সহ শার্শা থানার বুরুজবাগান গ্রামের বজলুর রহমানের ছেলে আবু সাঈদ ও ঝিকরগাছা থানার মাটিকুমরা গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে জিয়াউর রহমান, থানার পুলিশের চলতি ১৩নং মামলায় ৫শ গ্রাম সহ গুননগর গ্রামের এলাহী বক্স মোড়লের ছেলে ইসার আলী, থানার পুলিশের চলতি ০৯ (১০) ২০২০নং নাঃ শিঃ ৯(৪) (১) ধারার মামলায় দোস্তপুর গ্রামের শতকত আলীর ছেলে মোঃ সোহান এবং মৃত মোশারেফ হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদেরকে বিচারের নিমিত্তে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here