কলারোয়া পৌরসভার উন্নয়ন ভাবনা নিয়ে নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরবৃন্দের মতবিনিময় সভা

0
298

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও নাগরিক সুবিধা নিয়ে পৌরবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলারোয়া পৌরসভা ভবন চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কলারোয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র প্রধান শিক মাস্টার মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, রবিউল হাসান, মনিরুল ইসলাম মনি, আসলামুল আলম আসলাম, মাহবুবুর রহমান মফে, কলারোয়া পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর মোছাঃ ফারহানা হোসেন, সন্ধ্যা রাণী বর্মন, দিথী খাতুন, শেখ জামিল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, আকিমুদ্দীন আকি, জাহাঙ্গীর হোসেন, ইমাদুল ইসলাম, মেজবাহ উদ্দীন নিলু, আলফাজ উদ্দীন, শফিউল আলম শফি, আসাদুজ্জামান তুহিন, সাবেক পৌর কাউন্সিলর এসএম মফিজুল হক, যুবলীগ নেতা লাভলুসহ ৯টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নাগরিকবৃন্দ ও গণমাধ্যম কর্মী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা গোলাম সরোয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here