শ্যামনগর ব্যুরো : বেসরকারি সংস্থা সিএনআরএস এর আয়োজনে ও জিসিআর-১১ প্রকল্পের বাস্তবায়নে মানুষের জীবন জীবিকার মান উন্নয়নের লক্ষে ও এলাকার ধান চাষীদের দূর্ভোগ নিরসনে শ্যামনগরে কুলতলী সরকারি খাস গৈরখাল খনন উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত।
শনিবার সকাল ১০ টায় খান খনন উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল। এ সময় শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল সহ এলাকার সুধী জন উপস্থিত ছিলেন। ১১ টায় মুন্সিগঞ্জে সুশীলন এর টাইগার পয়েন্টের সভাকক্ষে কর্মমালা অনুষ্ঠিত হয়। সিএনআরএস এর এলাকা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচ্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন সিএনআরএস এর নির্বাহী পরিচালক ড. মোখলেছুর রহমান ও এ্যাডঃ মৌমিতা দাস গুপ্ত (সিসিজে-বি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল। অরোবক্তব্য রাখেন ইউপি সদস্য,সদস্যা প্রমুখ। বক্তাগন বলেন, নেট পাটা দিয়ে ও বাঁধ দিয়ে খালের পানি চলাচল বন্ধ করায় খাল ভরাট হয়ে ধান চাষ ব্যহত হচ্ছে। বিধায় খাল খনন বিশেষ প্রয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল তার দীর্ঘ বক্তব্যের মাঝে সিএনআরএস সংস্থা মানুষের কল্যানে ও পরিবেশ রক্ষায় এমন ধরনের ভুমিকা রাখায় সংস্থাকে ধন্যবাদ দেন এবং শংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে সংস্থাকে সহযোগীতার আহবান জানান। এসময় অনুষ্ঠানে সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।














