বেনাপোলে ট্রাকের চাপায় সাংবাদিক নিহত

0
382

বেনাপোল থেকে এনামুলহক ঃ বেনাপোল বন্দর এলাকায় ট্রাকের চাপায় লোকমান হোনেস(৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার(১৪ই ফেব্রুয়ারী) ভোর ৪ টা ৩০মিনিটে উন্নত চিকিৎসা নিতে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তরনে তিনি মারা যায়। এর আগে গতকাল সন্ধ্যায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। লোকমান বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মাহিবি এন্টার প্রাইজের স্টাফ ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি সংবাদ পত্র ও সাংস্কৃতির সাথে জড়িত ছিলেন। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, গতকাল ১৩ই ফ্রেব্রয়ারী সন্ধ্যায় তিনি ব্যবসায়িক কাজ শেষে মটর সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বেনাপোল বন্দর সড়কে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর জখম হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেয়। কিন্তু তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরমর্শ দেয়। এ্যাম্বুলেন্স যোগে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তরনে( ১৪ই ফ্রেব্রয়ারী) ভোরে তিনি পতিমধ্যে মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here