মণিরামপুরের পল্লীতে এক প্রতারকের খপ্পরে পড়ে সর্বশান্ত হতে বসেছে একটি পরিবার

0
270

স্টাফ রিপোর্টার : মণিরামপুরের পল্লীতে এক প্রতারকের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়ে পড়েছে একটি পরিবার। ওই পরিবারের নারীর দায়ের করা মামলাসহ স্থানীয় অনেকের করা মামলায় উৎসাহী হয়ে স্বাী হওয়া ওই প্রতারক আসামীদের সাথে আতায়াত করে চলেছে। বিষয়টি জানতে পেরে নারীর ও প্রতারকের মধ্েয বাকবিতন্ড দেখা দিয়েছে। জানা যায়, উপজেলার মদনপুর গ্রামের লাবনী খাতুনের দায়ের করা চাঁদাবাজী ও চেক ডিজঅনার মামলার স্বাী হন একই গ্রামের প্রতারক নুর ইসলাম ওরফে খোকা কবিরাজ। ওই দুই মামলার আসামী একই গ্রামের মামুন নামের এক ব্যক্তি। সম্প্রতি মামলার স্বাী প্রতারক খোকা কবিরাজ আসামী মামুনের সাথে আতায়াত করে মোটা অংকের টাকা নিয়ে মামলাটি ভিন্নখাতে নেওয়ার পায়তারা করছে। মামলার বাদী লাবনী বিষয়টি বুঝতে পেরে গত তারিখ প্রতারক খোকা কবিরাজের কাছে জানতে চাইলে তেলে বেগুনে জ্বলে ওঠে। তখনি লাবনী তাকে অকথ্য ভাষায় গালাজ করে। উভয়ের মধ্েয বাকবিতন্ডের এক পর্যায় স্থানীয় লোকজন ভিড়ে যায়। এ সময় লাবনী প্রতারক খোকার কার্যকলাপ গুলো তুলে ধরে। প্রকাশ্েয বলে সে স্বাী হয়ে আসামীর কাছ থেকে টাকা খেয়ে আমার বিপদে ফেলার চেষ্টা করছে। তিনি আরো বলেন, তার যুক্তি শুনে মামলা মোকদ্দমা করে আজ নিজেদের মধ্েয শত্রুতার সৃষ্টি হয়েছে। আমাদের দুটি পরিবার আজ ধ্বংশের পথে বসেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রত্যদর্শি সাবিনা খাতুন নামের এক মহিলা জানান, গত সপ্তাহের সোমবারে আমার বাড়ির সামনে গোলযোগ শুনে আমিসহ অনেকেই সেখানে যায়। এ সময় লাবনী কেদে কেদে বলে যার কথামত আমি মামলা করেছি আর সে স্বাী হয়েছে। অথচ আজ সেই স্বাী খোকা কবিরাজ আমার সাথে প্রতারনা করে মামলার আসামীর সাথে আতায়াত করছে। আমার পরিবারকে সে ধ্বংস করতে বসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here