আশাশুনি (সাতক্ষীরা) সংবাদ আশাশুনিতে ৬ দফা দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

0
276

প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে টেকসই বেড়ী বাঁধ নির্মান, মনিকখালী ব্রীজ টু উপজেলা ভায়া পুরাতন ফেরীঘাট সংযোগ নির্মানসহ ৬ দফা দাবী আদায়ের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে আশাশুনি সদর বাজার টু উপজেলা পরিষদের মেইন ফটক পর্যন্ত প্রধান সড়কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আশাশুনি নাগরিক সমাজ, আশাশুনি বাজার বণিক সমিতি ও জাতীয় মৎস্যজীবি সমিতির আয়োজনে উপজেলার ১১ ইউনিয়নের সহস্রাধিক মানুষের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের সভাপতি আল. অধ্যক্ষ রুহুল আমিন। সাংবাদিক সাহেব আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, সহ-সভাপতি জিএম মুজিবুর রহমান, আশাশুনি প্রেসকাব সভাপতি জিএম আল ফারুক, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দীপ, আব্দুল আলিম, নাগরিক সমাজের যুগ্ম-সম্পাদক প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, জেলা মৎস্যজীবি সমিতির সম্পাদক শিবপদ মন্ডল, মুক্তিযোদ্ধা আলী আশরাফ, আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি প্রমুখ। পরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ও খাদ্য সহায়তা প্রদান, মানিকখালী ব্রীজ হতে সদর বাজার পর্যন্ত সংযোগ সড়ক নির্মান, ঝুঁকিপূর্ণ স্থানে টেকসই বাঁধ নির্মানসহ ৬ দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি ইউএনও মীর আলিফ রেজার কাছে হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here