নৃত্যশিল্পী হিসেবে বিটিভিতে চান্স পেলো শ্যামনগরে অনন্যা মন্ডল

0
299

শ্যামনগর ব্যুরো ঃ বিটিভি কর্তৃক নৃত্য শিল্পী নির্বাচন অনুষ্ঠানে ২৯৮ জন প্রার্থীর মধ্যে ৩৬তম স্থান অধিকার করে নৃত্য শিল্পী হিসেবে বিটিভিতে চান্স পেয়েছে শ্যামনগরের অনন্যা মন্ডল পিউ। অনন্যা মন্ডল শ্যামনগর আতরজান মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক দেবপ্রসাদ মন্ডল ও তৃষ্ণা বালার কন্যা এবং শ্যামনগর বাংলা লোকনাট্য ইনিস্টিটিউটের শিক্ষার্থী। অনন্যা মন্ডল বিটিভি চান্স পাওয়ায় লোকনাট্য ইনিস্টিটিউটের সকল শিক্ষার্থী ও শিক্ষকগণ আনন্দিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here