পাইকগাছা থানা ইনচার্জ এজাজ শফীর একুশে স্মৃতি সম্মাননা পদক লাভ

0
402

কপিলমুনি প্রতিনিধি ঃ কর্মেেত্র বিশেষ আবদান রাখায় খুলনা জেলার পাইকগাছা থানা অফিসার ইনচার্জ এজাজ শফী অমর একুশে স্মৃতি সন্মাননা পদক লাভ করেছেন। স্বাধীনতা সংসদ নামের একটি সংগঠনের প থেকে তাকে এ সন্মাননা পদক প্রদান করা হয়েছে। তথ্য অনুসন্ধানে উঠে এসেছে ওসি এজাজ শফীর কর্মদতা ও ন্যায় নিষ্ঠার চিত্র, দণি খুলনার কয়েক লাধীক জনপদের উপজেলা পাইকগাছা থানায় যোগদান পরবর্তী প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি নানামুখী বিভিন্ন মানবসেবামূলক কর্মকান্ডের মাধ্যমে সমগ্র উপজেলা জুড়ে আইনশৃঙ্খলার অমূল পরিবর্তন এসেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রেতা ও মাদক কারবারীদের শক্ত হাতে দমন করে চলেছেন। উপজেলা জুড়ে বিভিন্ন অপরাধ প্রবণতা বলাযায় এখন শূণের কোঠায়। ঘের দখল টেন্ডারবাজী এখন অন্ত তলে চলে গিয়েছে। আর এ সবই যেন সম্ভব হয়েছে ওসি এজাজ শফীর কর্মদতার গুণে। থানা অভ্যান্তরে তার সহকর্মীদের নিত্য রুটিন অনুযায়ী তদারকি রেখে চলেছেন। তাতে করে সহপাঠিদের মধ্যে কাজের গতি যেমন বেড়েছে তেমনি প্রাণবন্ত মনোভাব নিয়ে কর্মযজ্ঞে সর্বদা তৎপর রয়েছেন সহপাঠি পুলিশ সদস্যরা। সম্মান ও সম্মাননা তাই তাকে আরো বেশি দ্বায়িত্বশীল ও গতিশীল করেছে। ফলে দ্বায়িত্ব যেন বেড়ে গেল আরো এক ধাপ এমই মন্তব্য করেছেন সন্মাননা প্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তবে সর্বদা জনগণের কল্যাণে ও মঙ্গলে সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন এমনটি আশা লাধিক এ জনপদের মানুষের। প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারী রাজধানী ঢাকাস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল সম্মেলন কে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এ অমর একুশে স্মৃতি সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here