কেশবপুরে শিার্থীদের মাঝে খাদ্যসামগ্রী ও পণ্য বিতরণ

0
308

উদয় শংকর সিংহ,কেশবপুর ব্যুরো : যশোরের কেশবপুরে কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে ৩৬৯ জন শিার্থীর মাঝে খাদ্যসামগ্রী ও বিভিন্ন পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গা ও জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চে এ উপলে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের ১৮২ জন এবং জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের ১৮৭ জন শিার্থীর মাঝে খাদ্যসামগ্রী ও বিভিন্ন পণ্য হিসেবে চাল, ডাল, তেল, সাবান, পেস্ট ও লোশন দেওয়া হয়। দু’টি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ কাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে,প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ ও উজ্জ্বল দাস, প্রজেক্টের হিসাবরক জীবন বাড়ৈ, লেবিও গোলদার, এলসিসি চেয়ারম্যান অনুপ বিশ্বাস ও সমাজকর্মী মৃদুল সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here