কালিয়ায় ১৫লিটার দেশী মদ ও ১০ পিচ ইয়াবাসহ আটক ৩

0
253

কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় পুলিশের পৃথক অভিযানে ১৫লিটার দেশী মদ ও ১০ পিছ ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ ) রাত ১০টার দিকে প্রথম দফায় কালিয়া পৌরসভার রামনগর থেকে ১০ পিচ ইয়াবাসহ আটক করা হয় মৃত হরেন পাত্রের ছেলে প্রদীপ কুমার পাত্রকে(৩৩)। এছাড়া অন্য অভিযানে রাত সাড়ে ১০ টায় ১৫ লিটার দেশী মদসহ একই পৌরসভার ছোটকালিয়া গ্রামের রবিদাস(৩৫) ও রাণী দাসকে(২৮) আটক করা হয়। দুটি অভিযান পরিচালনা করেন কালিয়া থানার ওসি (অপারেশন) আমানুল্লাহ বারী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এই অভিযান পরিচালিত হয়। পৃথক অভিযানে মোট ৩ জনকে আটক করা হয়েছে। এরা দীর্ঘ দিন যাবত মাদকের সাথে জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়া থানায় আলাদাভাবে দুইটি মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here