কেশবপুরে পূর্ব বিরোধের জেরে কৃষকের সবজি ক্ষেত বিনষ্ট ॥ ২ লক্ষ টাকার ক্ষতি

0
308

আক্তার হোসেন, স্টাফ রিপোর্টার : কেশবপুরে পূর্ব বিরোধের জের ধরে এক কৃষকের সবজি ক্ষেত বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। ২ লক্ষ টাকা ক্ষয় ক্ষতির পরিমান দেখিয়ে কৃষক আব্দুল আলিম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, জমি জমার বিরোধের জের ধরে উপজেলার কাস্তা গ্রামের কৃষক আব্দুল আলিম বক্স দপ্তরীকে মারধর,জমি দখল ও তার ক্ষেতের সবজি বিনষ্ট করার হুমকী দিয়ে আসছিল উপজেলার টিটা বাজিতপুর গ্রামের কাসেম সরদার। এর জের ধরে গত বৃহস্পতিবার রাতে কাসেম ও তার ছেলে সোহাগসহ ৭/৮জন অজ্ঞাতনামা ব্যক্তি মিলে কাস্তা গ্রামের জনৈক শহিদুল ইসলাম দপ্তরীর বসত বাড়ীর পূর্ব পাশে তার পটলের ক্ষেতে অনাধিকার প্রবেশ করে ক্ষেতের পটল, লাউ,মিষ্টি কুমড়া, পেয়াজ,রসুসসহ বিভিন্ন জাতের সবজিগাছ কেটে দেয় এবং সবজির বান ছিড়ে তছনছ করে দেয়। এতে তার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে পৌছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তারা তাকে মারমিট ও খুন জখমের হুমকী প্রদান করে।এঘটনায় কৃষক আব্দুল আলিম বাদী হয়ে শুক্রবার কাসেম ও সোহাগের নাম উল্লেখ করে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এব্যাপারে আবুল কাসেম সরদারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, ক্ষেতের সবজি নষ্টের বিষয়ে তিনি কিছু জানেন না। এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here