সাতক্ষীরা প্রতিনিধি ঃ উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এড. মোঃ আবুল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. বিএম মিজানুর রহমান পিন্টু পেয়েছেন ১২৪ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এড.আ, ক, ম রেজওয়ান উল্লাহ সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. মোঃ ইউনুচ আলী পয়েছেন ১৭৩ ভোট। অপরদিকে সহ- সভাপতি পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এড. মোঃ গোলাম মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. সৈয়দ এখলেছার আলী বাচ্চু পেয়েছেন ১৯৬ ভোট।
এছাড়া যুগ্ম-সম্পাদক পদে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ সাইদুর রহমান। কোষাধ্যক্ষ পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এড. জেড এম আব্দুল্যাহ মামুন। সহ-সম্পাদক লাইব্রেরী পদে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এড. মোঃ আব্দুল জলিল। সহ-সম্পাদক ক্রীড়া ও সংস্কৃতি পদে ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এড. আ, ক, ম সামছুদ্দোহা খোকন। সহ- সম্পাদক মহিলা পদে একমাত্র প্রার্থী এড. শাহানা ইমরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্বেই নির্বাচিত হয়েছেন। নির্বাহি সদস্য পদে তিনজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, এড. জি, এম ফিরোজ আহমেদ প্রাপ্ত ভোট ২২৮, এড. মোঃ তারিক ইকবাল অপু,। তার প্রাপ্ত ভোট ২২১ এবং এড. ই-জে, এম হাসীব। তার প্রাপ্ত ভোট ২০৩। এবারের নির্বাচনে ৪৫৩ ভোটারের মধ্যে ৪৪১ জন ভোটার তাদের ভোটাধিকা প্রয়োগ করেছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, এড. মোঃ আব্দুল জলিল (১) এবং কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, এড. কুন্ড তপন কুমার, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. মোঃ আনিছুর কাদির ময়না ও এড. মোঃ জিয়াউর রহমান।















