সাতক্ষীরায় প্রতিবন্ধীদের ক্রীড়া উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
371

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ক্রীড়া প্রতিযোগিতার শুভউদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম ও বিশিষ্ট সমাজ সেবিকা মিসেস ইয়াসমিন আরা।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫০ জন শিশু অংশ গ্রহন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া যে সমস্ত শিশুরা বিজয়ী হতে পারেনি তাদের প্রত্যেককে শান্তনা পুরস্কার দেওয়া হয়। খেলা পরিচালনা করেন সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তার ও সহকারী শিক্ষিকা রুমা রানি বরকন্দাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here