কেনা জমিতে পাকা ঘর নির্মানের সময় অন্যরা জমি দাবি করছে

0
291

দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের সন্যাসখোলা এলাকায় জমিজমা সংক্রান্ত জের ধরে দীর্ঘদিন বিরোধ চলে আসছে এমনই অভিযোগ এলাকায়। গতকাল বেলা ১০.৩০ টায় ঐ এলাকায় যাওয়া হয়। বিরোধ জমির বিষয় স্থানীয়দের কাছে খোজ খবর নেওয়ার এক পর্যায় নতুন মসজিদ সংলগ্ন মৃত শহর আলীর পুত্র জয়নাল (গাজী ভাই) এর সাথে পারুলিয়ার সাবেক গ্রাম পুলিশ আবুল হোসেন নিকারীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের অভিযোগ এলাকায়। বিষয়টি স্থানীয়দের কাছে জানতে চাইলে বলেন ঐ বিষয় কিছু বলতে পারবনা এমই জানান। আবুল হোসেন এর দুই স্ত্রী হাসিনা ও রোকেয়া জানায় আমার স্বামীর জমি। আমাদের কাগজপত্র রয়েছে। জয়নালের কোন কাগজপত্র নেই। থাকলে তার কাগজপত্র বাহির করুক। আমরাও আমরাও আমাদের কাগজপত্র বাহির করছি। কাগজপত্র যাহার জমি হইবে সেই জমির ভোগ দখল করবে এমনই জানান। একই কথা তাদের দুই ছেলের বৌমা লিপি ও আনজুয়ারা বলেন। জয়নালে কাছে জমির বিষয় জানতে চাইলে বলেন, জমির বিষয় আবুল হোসেনের পক্ষে যা বলা হচ্ছে সব মিথ্যা বানোয়াট। তিনি বলেন আমার কেনা জমি আমার জামিতে আমি পাকা ঘর নির্মান করছি। অন্যরা কে কি বলছে আমার শোনার কোন প্রয়োজন নাই। তিনি এমনই দাবি করছেন আমার ন্যায্য টাকা দিয়ে জমি কিনেছি।এছাড়া অনেকেই জানায় যে কোন মুহুর্তে রক্তাক্ত যখম হওয়ার আশংখ্যা রয়েছে। এর পর একটি বিশ্বস্থসূত্রে যানা যায় জমি মুলত জয়নালের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here