স্টাফ রিপোর্টার : যশোরে বিদ্রোহী কবি নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে। কবি নজরুল জয়ন্তী উদযাপনবিদ্রোহে, প্রেমে, শ্রেষ্ঠতম অগ্নিপুরুষ কবি নজরুল বাঙালীর মানসপটে উজ্জ্বলতম নত্র। মঙ্গলবার (২৫ মে) বিনম্র শ্রদ্ধায় পুনশ্চ উদযাপন করেছে এই নত্রের ১২২তম জয়ন্তী। করোনা পরিস্থিতিতে সংগঠনেরআয়োজনে ছিল ব্যতিক্রমতার ছোয়া। তবে সাম্য ও মানবতার কবি নজরুল বন্দনায় উৎসাহ আর শ্রদ্ধার কমতি ছিলনা। নিজেদের কার্যালয় থেকে সকাল ১১ টা ১ মিনিটে পুনশ্চ ফেইস বুক পেইজ থেকে সরাসরি অনুষ্ঠান আয়োজন করে। সংগঠনের সাধারণ সম্পাদক পান্না লাল দের স্বাগত বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পর শায়ন্তনী দেবনাথ আগমনী গান, ল²ী রাণী বৈদ্য মিশ্র খেয়াল, রুবাইয়া আনজুম দ্যুতি কীর্তন, বিদিশা মিত্র গজল, ওয়াজিহা রাইসা খেয়াল অঙ্গের গান, বসন্ত বিশ্বাস হোলির গান, অঞ্জন মÐল বসন্তের গান, অর্পিতা রায় লাবণ্য প্রেমের গান পরিবেশন করেন। কবিতা আবৃত্তি করেন অরাত্রিকা হক শ্রেষ্ঠা। শিল্পীদের সাথে তবলায় সুজন দাস, কীবোর্ডে দেবু মল্লিক ও গীটারে দীপু ঘোষ সঙ্গত করেন। অনুষ্ঠানের ই-আমন্ত্রণ পত্র ও প্যানা ডিজাইনে ছিলেন আশুতোষ পাল, মঞ্চসজ্জায় অভিজিৎ পাল, অঞ্জন হালদার ও কৌশিক দাস স্বপ্ন। ভিডিও ধারণ ও প্রচার করেন সিঁথি প্রষা দাস এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিজিৎ পাল।














