শালিখায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাঠ দিবস অনুষ্ঠিত

0
348
শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) ব্রি ধান- ৮৯ এর  প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে পি এম ও SAIWRP-AF  বাপাউবো ফরিদপুরের আয়োজনে এবং মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  সহযোগিতায় দরিশলই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুড়ির খাল পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মোঃ আখতারুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশান্ত কুমার প্রামানিক উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা।আতিকুল ইসলাম অতিরিক্ত উপ-পরিচালক (শস‍্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা। শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন।সঞ্জয় হালদার সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শালিখা, মাগুরা। বুড়ির খাল পানি ব্যবস্থাপনা দলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আড়পাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সুভাষ কুমার দাস।বুড়ির খাল পানি ব্যবস্থাপনা দলের সদ‍স‍্য মোঃ আসাদুজ্জামান অনুকুল বিশ্বাস সহ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বুড়ির খাল পানি ব্যবস্থাপনা কমিটির কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান।এসময় প্রধান অতিথি বলেন ব্রি ধান ৮৯ প্রতি শতকে প্রায় এক মণ ধান উৎপন্ন হয় ব্রি ধান -৮৯ অন্যান্য ধানের চেয়ে বেশি ফলন হয় বলে ব্রিধান-৮৯ কে গরিবের বন্ধু বলা হয়। আগামী মৌসুমে ব্রি ধান -৮৯ চাষ করার জন্য কৃষকের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে, এ পর্যন্ত ধানের যতগুলো জাত আছে তার মধ্যে ব্রি ধান-৮৯ একটি উচ্চ ফলনশীল আলোচিত জাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here