নড়াইলে গাজা ও বাংলা মদ সহ গ্রেপ্তার ২

0
283
নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে গাজা ও বাংলা মদ সহ দুই যুবক আটক।  বুধবার বিকাল চারটার দিকে নড়াইল শহরের কেন্দ্রস্হল মুচির পোল থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হল নড়াইল পৌর এলাকার ভওয়াখালী গ্রামের মনিরুল ইসলামের পুত্র মোঃ মোরসালিন বিশ্বাস নাহিদ, অপরজন মোঃ শওকত আলির পুত্র ইয়াসির আরাফাত। পুলিশ সার্জেন্ট নিশিকান্ত জানায়, প্রতিদিনের ন্যায় নড়াইল জেলা পুলিশ সুপার প্রবির কুমার রায়ের নির্দেশে কাগজ পত্র ও হেলমেট বিহীন মোটরযান আটকের জন্য মুচির পোলে চেকপোস্ট বসানো হয়।  এমন সময় দুই যুবক হেলমেট বিহীন মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় তাদের থামাতে বল্লে তারা পুলিশের সিগনাল উপেক্ষা করে যেতে চাইলে আমরা তাদের  আটক করি এসময় তাদের গতিবিধি সন্দোহজনক হলে  তাদের তল্লাশি করলে কাগজে মোড়ানো গাজা ও এক বোতল বাংলা মদ উদ্দার হয়।   পরে তাদের নড়াইল সদর থানায় পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here