মণিরামপুর পৌরসভার ডাস্টবিন চুরি!

0
259

মোঃ মেহেদী হাসান, মণিরামপুর :  মনিরামপুর পৌরসভার ৩ নম্বর সদর ওয়ার্ড চত্বর থেকে চারটি প্রাস্টিকের ডাস্টবিন চুরি হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাটি ঘটে। ময়লা ঢেলে রেখে অপরিচিত দুই যুবক মোটরসাইকেলে চড়ে ডাস্টবিনগুলো নিয়ে গেছেন বলে অভিযোগ ওই ওয়ার্ডের কাউন্সিলর বাবুলাল চৌধুরীর। এমন ঘৃণ্য ঘটনায় হতবাক স্থানীয়রা। তবে এই ঘটনায় থানায় কোন অভিযোগ করেননি কেউ।
মণিরামপুর পৌরসভার সদর ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর বাবুলাল চৌধুরী বর্জ্য নিষ্কাশনের জন্য নিজ খরচে এলাকায় ১২ টি প্রাস্টিকের তৈরি ডাস্টবিন বসান গত দুই মাস আগে। ওই সময় ডাস্টবিনের পাশে তিনজন পরিচ্ছন কর্মীর নাম ও মোবাইল নম্বর সম্বলিত ব্যানারও সাটা হয়েছিল।
কাউন্সিলর বাবুলাল চৌধুরী বলেন, ১২ টি ডাস্টবিন বসানো হয়েছিল। তারমধ্যে ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তারের বাড়ির সামনেরটি ও দোলখোলা মোড় হয়ে নিউপাড়া ও ভগবানপাড়া পর্যন্ত রাস্তার পাশ থেকে তিনটি ডাস্টবিন চুরি হয়েছে। কাউন্সিলর বলেন, সুমন সাহ নামে ওয়ার্ডের এক বাসিন্দা রাত সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেলে চড়ে আসা দুই যুবককে ড্রাম নিয়ে পালিয়ে যেতে দেখেন। পরে তিনি তাড়া করলে তারা দ্রুত পালিয়ে যায়। এরপর সুমন সাহ বিষয়টি আমাকে মুঠোফোনে জানান।
বাবুলাল চৌধুরী বলেন, নির্বাচনে হেরে যাওয়া প্রতিপরে কেউ ঘটনাটি ঘটাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি আমি থানা পুলিশকে জানাইনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here