কলারোয়ায় ইউএনও’র সুস্থতা কামনায় প্রেসকাব সদস্যবৃন্দ

0
269

কলারোয়া প্রতিনিধি: করোনা প্রতিরোধে সম্মুখসারির যোদ্ধা কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তিনি উপজেলার সরকারি বাসভবনে চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে আছেন। কলারোয়া প্রেসকাবের সদস্যবৃন্দ করোনার সম্মুখযোদ্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন। বিবৃতি দাতারা হলেন: কলারোয়া প্রেসকাবের সভাপতি শিক দীপক শেঠ, সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্য এমএ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, প্রচার সম্পাদক আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, কার্যনির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম, সদস্য মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, মিয়া ফারুক হোসেন স্বপন, তরিকুল ইসলাম, রাজু রায়হান। উল্লেখ্য, সম্প্রতি কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢাকা থেকে আসা এন্টিজেন কিটস উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী নিজেই পরীামূলক পর্যাবেণে জানতে পারেন করোনা ভাইরোসের উপস্থিতি। পরবর্তীতে পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীার রিপোর্টেও করোনা পজিটিভ শনাক্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here