নওয়াপাড়া পৌরসভায় পালিত হচ্ছে কঠোর লকডাউন

0
270

নওয়াপাড়া অফিস : অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভায় করোনা নিয়ন্ত্রণের জন্য বৃহস্পতিবার রাত থেকে কঠোর লকডাউন পালিত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পন্য. ঔষুদের দোকান ছাড়া সবধরনের দোকানপাট বন্ধ রয়েছে। হোটেল রেস্তরা খোলা থাকলেও হোটেলে বসে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমশিনার (ভ’মি) পৃথক অভিযান চালিয়ে প্রতিষ্ঠান ও ব্যক্তি মিলে ১০টি মামলায় বিকাল পর্যন্ত ১০হাজরি ৫শ টাকা জরিমানা করে তা আদায় করেন। দন্ড প্রাপ্ত ওই সব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফুটপাথের দোকানী সোহাগ ফারাজী এক হাজার, ভুসি মালের আড়ৎ আলী হোসেন এক হাজার, আকতার হোসেন এক হাজার, আবুল হোসেন এক হাজার, জসীম হোসেন ৫শ, পার্বণ হোটেল দুই হাজার টাকা। এছাড়া আরো কয়েকটি প্রতিষ্ঠান মিলে মোট ৬ হাজার ৫শ টাকা জরিমানা কওে তা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুর রহমান জানান, নওয়াপাড়া পৌরসভার সর্বত্র করোনা ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে। লকডাউন অমান্য করলে জেল ও জরিমানা করার বিধান রয়েছে। আমরা অভিযান অব্যাহত রাখবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here