আইন শৃংখলার চরম অবনতি, মাদকে ও জোয়ায় ভাসছে ধুলিহর,ব্রহ্মরাজপুর ও ফিংড়ী

0
304

ধুলিহর প্রতিনিধি ঃ আইন শৃংখলার চরম অবনতি। মাদকে ও জোয়ায় ভাসছে ধুলিহর ব্রহ্মরাজপুর ও ফিংড়ী দেখার যেন কেউ নেই সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপার বিষায় টি দেখবেন কি? বর্তমানে সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। যার কারনে মাননীয় শিক্ষা মন্ত্রী স্কুল,কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। স্কুল,কলেজ বন্ধ থাকায় কমল মতি শিক্ষার্থীরা পড়া সোনায় মন না দিয়ে ঝুকছে মরন নিশা মাদক ও জোয়ায় দিকে। আর এদের সাথে যোগ দিয়েছে এলাকার কিছু মাদাক সেবি ও মাদক ব্যাবসায়ীরা এতেকরে বিপাকে পড়েছে অভিভাবক মহল। গোপন সুত্র জানা,গেছে কমল মতি শিক্ষার্থরা মরন নেশা মাদক ও জোয়ার টাকা যোগাড় করতে হাতের কলম ফেলে দিয়ে হাতে তুলে নিচ্ছে মরণ অস্ত্র জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে।এলাকাই হচ্ছে প্রায় রাতে চুরি ও ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম। ইতি মধ্যে ব্রহ্মরাজপুর বীর মুক্তি যোদ্ধা আব্দুস ছোবহান সরদারের বাড়িতে চেতনা নাশক দ্রব্য স্প্রে করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে, একই ভাবে ব্রহ্মরাজপুর ইউনিয়নের রামচঁন্দ্রপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান (হবির) বাড়িতে চুরি, ব্রহ্মরাজপুর বড়খামার গ্রামের আবদুল্লা মুহুরির বাড়ি সহ আশপাসের বাড়িতে চুরি, ব্রহ্মরাজপুর ইউনিয়নের ব্রহ্মরাজপুর গ্রামের ওহিদের বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান চুরি,ব্রহ্মরাজপুর দহখোলা ইনছাফের মৎস্য ঘেরে বিশ দিয়ে মাছ চুরি,একই এলাকার রনির বাড়িথেকে ইজি বাইকের ব্যাটারি চুরি। ধুলিহর ইউনিয়নের আরশাদের বাড়ি থেকে ৬ বস্তা ধান,লিটন মিস্ত্রীর বাড়ি থেকে মটর,ইমরানের বাড়ি থেকে এক জোড়া কবুতর মুল্য ৩ হাজার টাকা মিন্টুর বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান চুরি, ধুলিহর মসজিদুল আকসা মসজিদের মটর চুরি। ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের যবুলীগ নেতা আব্দুর রাজাকের বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান চুরি, বালিথা আলমগীরের বাড়ি থেকে বাই সাইকেল চুরি।এই ৩ ইউনিয়নের মানুষ এখন রাত হলেই চুরি ও ছিনতাই আতংকে ভুগছে। এব্যাপারে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই তন্ময় জানায় সদর থানার অফিসার ইনচর্জ চিহ্নিত চোর ধরার জন্য অভিযান অব্যাহত ও গ্রাম পুলিশদের সতর্ক থাকতে বলেছেন। এলাকার সচেতন মহল অইন শৃংখলা পরিস্তিথীর উন্নতির জন্য সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here