দেবহাটার পারুলিয়ার শাহাজানপুর কওছার নামের বিরুদ্ধে গাঁজা খেয়ে পাশের পরিবারের অতিষ্ঠ করার অভিযোগ

0
269

দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ গাঁজা ব্যবসাও সেবনের সময় স্থানীয় লোকজন অতিষ্ঠের অভিযোগ। সাতীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুর বাড়ীয়া শাহাজানপুর এলাকার সমচের নেকারীর পুত্র কওছারের বিরুদ্ধে অভিযোগ। দীর্ঘ দিন ধরে তার বিরুদ্ধে গাঁজা ব্যবসাও সেবনের অভিযোগ এলাকায়।দুই পাশের পরিবার সহ- তার কাঁন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। জানা গেছে সখিপুর এলাকার ঋশীপাড়ার দূখীঋশী নামের গাঁজা ব্যবসায়ী সে তার এলাকার থেকে গাঁজা নিয়ে কওছারের নিকট পৌঁছে দিয়ে তার ব্যবসার গতী বৃদ্ধির নানান অভিযোগ। মাদকদ্রব্য,একটি মারন বিধি।মাদক কে না বলি,মাদক কে ঘৃন্য করি।উঠতে বয়সের যুবক ছেলেদের ভবিষ্যতের মৃত্যুর ছোবল,যদি কোন যুবকরা মাদকের আসক্ত হয়ে যায়। তাই আমাদের সন্তানেদের প্রতি খেয়াল রাখতে হবে। জেন কোন প্রকার মাদকের প্রতি আসক্ত না হয়।সচেতন মহলের পে বিষয় টি নিশ্চিত করে ব্যবস্থা করতে প্রশাসনের কাছে হস্তপে কামনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here