দেবহাটার পাশ্ববর্তী বদরলা বাজারের আশপাশে সহ- মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ

0
252

দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ সাতীরা জেলার দেবহাটা উপজেলার পাশ্ববর্তী শোভনালী ইউনিয়নের বদরতলা বাজারের আশপাশে মাদক ব্যবসাও সেবনের ব্যাপক অভিযোগ।সরজমিনে যেয়ে জানা যায় গাঁজা ব্যবসার গুরুত্বপূর্ণ স্থান,হাজীপুর সড়কের বাবলা বাগান,বদরতলা বাজারের সাইকোন সেন্টার,সহ- মাদক ব্যবসার অভিযোগ।এই মাদকের কারনে উঠতে বয়সের যুবক ছেলেরা নষ্টের ধল নেমে এসেছে। তাই সচেতন মহলের পে প্রশাসনের আশুহস্তপে কামনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here