লোহাগড়ায় পুলিশ অভিযানে ৩৭৬৫ পিচ ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার

0
243

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ৭ শত ৬৫ পিচ ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদককারবারীকে গ্রেফতার করেছে। শনিবার (২৬ জুন) ভোর রাতে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুরে লোহাগড়া থানা ভবনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা জানান, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় এর নির্দেশনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন এর নেতৃত্বে এসআই সুমন হাওলাদার এবং এএসআই বিল্লাল হোসেনসহ সঙ্গীয় পুলিশ টিম থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। শনিবার ভোর রাতে নড়াইল- কালনা মহাসড়কের নিরিবিলি পিকনিক স্পটের প্রধান গেটের সামনে দুজন ব্যক্তি সিএনজি গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি দেখে দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশ এ সময় ওই দুজনকে আটক করে। আটককৃতদের স্বীকারোক্তিতে ঘটনাস্থলেই নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের মোঃ আলী হোসেন মোল্যার ছেলে মোঃ সাজ্জাদুর রহমান সেলিম(৪০) এর পরিহিত জিন্সের প্যান্টের পকেটে কসটেপ দিয়ে মোড়ানো থাকা ১৯শত পিচ হালকা গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট এবং কক্সবাজার জেলার উখিয়া থানার নালবনিয়া (পালংখালী) গ্রামের মোঃ জাহেদ আলমের ছেলে মোঃ ইউনুস মোল্যার(২৮) জিন্সের প্যান্টের পকেটে কসটেপ দিয়ে মোড়ানো থাকা ১৮শত ৬৫ পিচ হালকা গোালাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, গ্রেফতারকৃতদের নামে লোহাগড়া থানায় শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাললা নং-২৬। গ্রেফতারকৃত সাজ্জাদুর রহমান সেলিমের নামে মাদক মামলা সহ ৭ টি মামলা রয়েছে। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here