সুশীলনের বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত

0
306

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুন) বেলা ১২ টায় সুশীলনের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে সুশীলনের ৫৪তম সাধারণ পরিষদের বার্ষিক সভায় সংস্থার মূল বক্তব্য উপস্থাপন করেণ সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান। ভার্চুয়াল এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতীরা প্রেসকাবের সভাপতি মোমতাজ হোসেন বাপ্পী, কালিগঞ্জ প্রেসকাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন। সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুশীলনের কার্য-নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ জাফর উল্লাহ ইব্রাহিম, কনিকা সরকার, শাহানা হামিদ, চন্দ্রিকা ব্যানার্জী, শ্যামাপদ দাশ, জাহানারা পারভীন, ফিরোজা পারভীন, নজরুল ইসলাম, সেলিমা ইয়াসমিন, মোস্তফা কবিরুজ্জামান, সেলিনা বেগম, আব্দুল হান্নান, আব্দুল মাজেদ সরদার, জাফরুল্লাহ কুতুবুদ্দীন ইব্রাহিম, শেহেলী পারভীন ঝর্ণা, শামসুন্নাহার, একেএম জাফরুল আলম বাবু, কনিকা রানী সরকার, বিজয় নিউজ এর সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বার্তা সম্পাদক শেখ আতিকুর রহমান, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শেখ শোয়েব আহম্মদসহ বিভিন্ন গনমাধ্যমকর্মী ও সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সাধারণ সভা শেষে ২০২১-২২ অর্থ বছরের ১৪৫ কোটি ৫৬ হাজার ৩২ টাকার বার্ষিক বাজেট পেশ করেন। অধিবেশনে বাজেট পেশ করেন সুশীলনের কোষাধ্যক্ষ ঈলাদেবী মল্লিক। এসময় সাধারণ পরিষদের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দের অংশগ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here